ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

বলিউডে যাদের চেয়ে স্ত্রী বয়সে বড়

বৃষ্টি শেখ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
বলিউডে যাদের চেয়ে স্ত্রী বয়সে বড়

মার্ক টোয়াইন বলেছিলেন, নির্দিষ্ট কিছু বিষয়ে বয়স কোনো ব্যাপার হতে পারে না। মনে না করলেই হলো, ব্যস! তারকারা যে এই নীতিতে বিশ্বাসী তা হলফ করেই বলা যায়।

ভুরি ভুরি উদাহরণও আছে। কারণ যুগে যুগে নায়ক কিংবা নির্মাতারা অহরহ নিজের চেয়ে বয়সে বড় মেয়ের প্রেমে পড়েন, বিয়ে করে ঘরও বাঁধেন। বয়সের ব্যবধান ভালোবাসার সামনে দেয়াল হয়ে দাঁড়াতে পারে না। বলিউডে তেমন কয়েকটি জুটিকে দেখে নিন এক ঝলকে।


* বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের চেয়ে অভিনেতা অভিষেক বচ্চন দুই বছরের ছোট।


* অভিনেত্রী শিল্পা শেঠি তার স্বামী রাজ কুন্দ্রার চেয়ে তিন মাসের বড়।  


* অভিনেত্রী সোহা আলি খানের চেয়ে তার স্বামী অভিনেতা কুনাল খেমু পাঁচ বছরের ছোট।  


* অভিনেতা-নির্মাতা ফারহান আখতার তার স্ত্রী অধুনা ভবানীর চেয়ে ছয় বছরের ছোট।


* অর্জুন রামপাল তার স্ত্রী মেহের জেসিয়া রামপালের চেয়ে দুই বছরের ছোট।  


* অভিনেত্রী জরিনা ওয়াহাবের চেয়ে তার স্বামী অভিনেতা আদিত্য পাঞ্চোলি ছয় বছরের ছোট।


* নৃত্য পরিচালক-নির্মাতা ফারাহ খান তার স্বামী শিরিষ কুন্দরের চেয়ে ৯ বছরের বড়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ