ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

পহেলা বৈশাখে তারার মেলা, তারার আড্ডা

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
পহেলা বৈশাখে তারার মেলা, তারার আড্ডা ছবি:নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জীর্ণ পুরনো পেছনে ফেলে চির নতুনের আহ্বানে শুরু হলো বাংলা নববর্ষ। পঞ্জিকার পাতায় শুরু হলো ১৪২২।

প্রতিবারের মতো এবারও বাংলা নতুন সনের পয়লা বৈশাখে নির্মাণ প্রতিষ্ঠান টেলিহোমের মো. আলী বশির ও শামীমা শাম্মী দম্পতির আয়োজনে একত্র হয়েছিলেন টিভি ও চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা। সবার পদচারণায় ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে মুখর হয়ে ওঠে রাজধানীর ট্রাস্ট মিলনায়তন। ‘টেলিহোম নববর্ষ বরণ’ শীর্ষক এই আয়োজনে আড্ডা, গান আর খানাপিনায় সবাই মেতে উঠেছিলেন বিকেল ৩টা পর্যন্ত।

 

সারাবছর ব্যস্ততার মাঝে শিল্পীরা এমন প্রাণবন্ত আড্ডা আর হৈচৈ করার সুযোগ পান খুবই কম। তাই টেলিহোমের এই আয়োজন হয়ে ওঠে তাদের মিলনমেলা। অনুষ্ঠানে আসা প্রবীণ অভিনেতা আবুল হায়াত বাংলানিউজকে বলেন, ‘বছরের একটা দিন সবার সঙ্গে এখানে দেখা হয়। কাজের বাইরে দু’চার কথা হয়। বেশ ভালো লাগে। তাই কোনো বছরই এখানে আসার সুযোগ হাতছাড়া করি না। এবারও এসেছি, গল্প করছি, খাচ্ছি। ’

 

একই কথা বললেন বিদ্যা সিনহা মিমও। অন্য জায়গায় ঘুরে বেড়ালেও এখানে ঢুঁ মারতে ভুল করেন না তিনিও। এদিকে মেয়ে মিশেলকে নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত টেলিহোমের বর্ষবরণ অনুষ্ঠানে ছিলেন বাঁধন। টেলিহোমের এই আয়োজনে তারকাদের পাশাপাশি এ অনুষ্ঠানে এসেছিলেন ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আনিসুল হক ও মাহী বি চৌধুরী।


* আবুল হায়াত ও শিরিন হায়াত দম্পতি।


* ছেলেকে নিয়ে হাজির অভিনেত্রী রিচি সোলায়মান।  


* বন্ধুর মতো মৌসুমী নাগ ও তারিন।  


* বাঁধনহারা আনন্দে বৈশাখী সাজে মেয়ে মিশেলের সঙ্গে বাঁধন।


* বৈশাখী সাজে বিদ্যা সিনহা মিম ও ফারহানা নিশো।


* ক্যামেরার সামনে নাতাশা হায়াত-শাহেদ দম্পতি ও তাদের পুত্রসন্তান।  


* ছেলেকে নিয়ে ক্যামেরায় চোখ রাখলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।  


* ড. ইনামুল হক।


* শর্মিলী আহমেদ।


*(বাঁ থেকে) চিত্রলেখা গুহ, অরুণা বিশ্বাস, আলী বশির, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু ও উত্তম গুহ।


* অভিনেত্রী শান্তা ইসলাম।


* বন্যা মির্জা ও মানস দম্পতি।


* (বাঁ থেকে) নওশীন এবং রিপন ও তানভীন সুইটি দম্পতি।


* সন্তানদের নিয়ে এসেছিলেন নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশি।


* অভিনেতা নাঈমের সঙ্গে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সেলফি।


* অভিনেতা হিল্লোলের কানে কী বলছে শিশুটি?


* সস্ত্রীক অভিনেতা সোহান খান।


* হাস্যোজ্জ্বল অভিনেত্রী-নির্মাতা তারানা হালিম।


* পরিবারের সঙ্গে ফারজানা ছবি।


* তারকা দম্পতি মাহী বি চৌধুরী ও আশফাহ হক লোপা এবং তাদের পুত্রসন্তান।


* শামীমা শাম্মী ও আনিসুল হক।


* স্ত্রী মারিয়া মিমকে নিয়ে এসেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান।


বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ