ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

‘নির্বাক’ দিয়ে সবাক সুস্মিতা সেন

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
‘নির্বাক’ দিয়ে সবাক সুস্মিতা সেন ‘নির্বাক’ ছবির দৃশ্যে সুস্মিতা সেন

মাঝরাতে সড়কের মাঝখানে চেয়ারে বসে টেবিলে সাজানো কম্পিউটারে নির্বাক চেয়ে আছেন সুস্মিতা সেন। আবার কখনও থই থই জলের ওপর বধূ সেজে চেয়ারে ঘুমিয়ে আছেন।

এসব নৈঃশব্দ্য নিয়েই সবাক হচ্ছে প্রাক্তন এই মিস ইউনিভার্স। ১ মে মুক্তি পাবে সুস্মিতার প্রথম বাংলা ছবি ‘নির্বাক’। এরই মধ্যে এর ট্রেলার সাড়া ফেলেছে। ইউটিউবে এটি দেখা হয়েছে প্রায় দেড় লাখ বার।

‘অটোগ্রাফ’, ‘বাইশে শ্রাবণ’, ‘হেমলক সোসাইটি’, ‘মিশর রহস্য’, ‘জাতিস্মর’ ও ‘চতুষ্কোণ’ ছবিগুলো নির্মাণ করে প্রশংসিত সৃজিত মুখার্জি পরিচালনা করেছেন ছবিটি। চিত্রশিল্পী সালভাদর দালির চিত্রকলা এ ছবি নির্মাণে সৃজিতের অনুপ্রেরণা। এর ট্রেলারে বলা হয়েছে- যখন ভালোবাসার ভাষা থাকে না, প্রেম সবাক হয়ে যায়। ছবিজুড়ে শব্দহীনতার বড় ভূমিকা আছে। চারটি পৃথক গল্প নিয়ে ছবিটা ঘুরবে। প্রতিটির যোগসূত্র একজন নারী। এ চরিত্রেই দেখা যাবে সুস্মিতাকে। মেয়ের ছবির ট্রেলারটি দুই-তিনবার চালিয়ে-চালিয়ে দেখেছেন মা। তিনিও মুগ্ধ। ছবিটিতে সুস্মিতার সহশিল্পী অঞ্জন দত্ত, যীশু সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তী।

‘নির্বাক’ সুস্মিতার প্রথম ছবি, যেখানে কোনো ভাবনাই রাখেননি তিনি। এর কারণ সৃজিতের আগের কাজগুলো। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘তার সেনসিবিলিটি আমার খুব ভালো লাগে। জাহাজের ক্যাপ্টেন হিসেবে তাকে তাই চোখ বুঁজে বিশ্বাস করতে পারি। ’

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক সৃজিতের কাছে ‘নির্বাক’-এর চিত্রনাট্য শুনে প্রথমে সুস্মিতার মনে হয়েছিলো ‘বাবারে কী জটিল!’ কারণ সৃজিতের অন্য ছবিগুলোর চেয়ে এটি একেবারে আলাদা! পরে আলোচনার পর তিনি রাজি হয়ে যান। ‘নির্বাক’ নিয়ে সুস্মিতা দারুণ উচ্ছ্বসিত। তার এই উত্তেজনার কারণ কী? ‘ট্রেলারটা অবিশ্বাস্য! তাছাড়া গত ১৩-১৪ বছর ধরে যে কাজের মধ্যে আছি, সেখানে এটা আমার প্রথম বাংলা ছবি। সে কারণে ভীষণ উত্তেজিত! আমি এই ছবি করার সিদ্ধান্ত নিয়ে ভীষণ খুশি। কারণ এই ছবিতে আমি সেটা করেছি, যেটা সাধারণত করি না। বাণিজ্যিক ছবিতে কাজ করেছি, সেখানে সারাক্ষণ অনেক সংলাপ বলছি। একই জিনিস রোজ রোজ! কোথাও তো আমিও বোর হয়ে গিয়েছি। সেখানে 'নির্বাক' আমার জন্য স্কুলে ফিরে যাওয়ার মতো। নতুন কতো কিছু শেখানো হলো আমাকে৷ যেমন নৈঃশব্দ-র সঙ্গে সহজ হওয়া শিখলাম এই ছবি করার সময়। ’

বলিউড অভিনেত্রীদের মধ্যে এর আগে ঐশ্বরিয়া রাই বচ্চন ‘চোখের বালি’ আর বিপাশা বসু ‘সব চরিত্র কাল্পনিক’ ছবিতে কাজ করলেও নিজেরা ডাবিং করেননি। সুস্মিতা কিন্তু সেই সুযোগ পেয়েছেন। তার কথায়, ‘বাঙালি হিসেবে আমি ভীষণ গর্বিত! বাংলা ছবিতে কাজ করে বা বাংলায় সংলাপ বলে আমার প্রমাণ করার দরকার নেই, বাঙালি হিসেবে আমি কতোটা গর্বিত। ’

মানুষ হিসেবে সুস্মিতা সাদামাটা থাকলেও কাজের ব্যাপারে তাকে কিছু গিলিয়ে দেওয়া সম্ভব নয়। পোশাক থেকে বাকি অনেক কিছু নিয়েই প্রচুর প্রশ্ন করেন তিনি। ‘নির্বাক’-এর বেলায়ও তেমন হয়েছে। এ নিয়ে তার কথা, ‘আমি আর সৃজিত উভয়ে সৃজনশীল। তবে আমি এরকম বলেছি বলে এরকেই হবে তা কিন্তু কোনোদিন বলিনি। ও আমাকে ফোন করে সবকিছু ব্যাখ্যা করতো। তখন আমিও বুঝতাম, ও কোন জিনিসটা কেমন চাইছে, কী কারণে চাইছে। কিন্তু পরিচালক হলো বস। পরিচালক যেটা শেষ পর্যন্ত চেয়েছে, আমি সেটাই করেছি। পরিচালক যেটা মানা করেছে আমি সেটা করিনি। ’

‘নির্বাক’-এ প্রেম জোরালো! সুস্মিতা জীবনে কি প্রেম খুঁজে পেয়েছেন? উত্তরে তিনি বলেন, ‘সমস্যাটা তখনই হয়, যখন আপনি অন্যের মধ্যে কমিটমেন্ট খোঁজেন। একজন মানুষ যদি নিজের মধ্যে কমিটমেন্ট খুঁজতে পারেন, তাহলেই আর কোনো সমস্যা থাকে না। জীবন তখন সবসময়ই ভীষণ রোমান্টিক। ’

সর্বশেষ ২০১০ সালে সুস্মিতাকে বড় পর্দায় দেখা গেছে ‘নো প্রবলেম’ ছবিতে। এরপর দত্তক নেওয়া সন্তান আলিশাকে নিয়েই দিন কেটেছে তার। তবে ‘নির্বাক’ তার ক্যারিয়ারকে নতুন আঙ্গিকে সবাক করে তুলবে বলে আশাবাদী তিনি।

* ‘নির্বাক’ ছবির ট্রেলার :



* ‘যদি আকাশের গায়ে’ গানের ভিডিও :


* ‘নির্বাক’ ছবির শ্যাডোগ্রাফি :


বাংলাদেশ সময় : ২১৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ