ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

সালমানের জেল, ভক্তদের প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মে ৬, ২০১৫
সালমানের জেল, ভক্তদের প্রতিক্রিয়া সালমান খান

গাড়ি চাপা দিয়ে পথচারী হত্যার কারণে ৫ বছরের জেল হলো সালমান খানের। আজ বুধবার (৬ মে) দুপুর ১টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময়) মুম্বাইয়ের স্থানীয় একটি আদালতে বিচারক ডি ডব্লিউ দেশপান্ডে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।

অন্যদিকে বাংলানিউজে এ সংবাদ প্রকাশরে পর শুরু হয় ভক্তদের নানা প্রতিক্রিয়া। বাংলানিউজের ফেসবুক পেজে লেখা বেশ কয়েকজনের প্রতিক্রিয়া দেওয়া হলো-

সুহৃদ সুজন : যে মানুষ ছয়শত বেশি শিশুর হার্ট ওপারেশন এর খরচা দিয়েছেন। যে মানুষ একশ’র বেশি ক্যান্সার রোগীর জন্য খরচ করেছেন, সেই মানুষ কিভাবে মানুষকে মারতে পারেন। সালমান খানের সাথে যা হলো তা ঠিক না...

মোহাম্মদ রোমান আহমেদ : কষ্ট পেলাম।

রবিউল আওয়াল : পথচারীরাও মানুষ, তাদের পিষে মেরে ফেলার অনুমতি কাউকে দেওয়া হয় নাই।

কাজী রানা : আমরা ব্যথিত। সব ঠিক হয়ে যাবে।

তুমি আমার পৃথিবী : না, এটা মানা যায় না। সালমান অনেক ভালো মানুষ।

আবির সুমন : মিস ইউ ভাইজান।

স্পর্শের বাইরে : ওহ নো।

জান্নাতুল সানু : মানতে পারি না।

মাহমুদা বর্ষা : কষ্ট পেলাম।

লুবাবা ‍মাহজাবিন : ও মাই গড।

তানিয়া তানি : স্যাড..

শাহজেদুল কামাল : শকিং নিউজ

রুবেল হোসেন : সাজা আরো কম হলেও পারতো।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ৬ মে, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ