ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

ববির সঙ্গে কিছুক্ষণ

আমিই দিপা, আমিই জেসমিন

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মে ২০, ২০১৫
আমিই দিপা, আমিই জেসমিন ববি/ ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। ছবিটি ১৫ মে মুক্তি পেয়েছে।

এটি ববি অভিনীত নয় নম্বর ছবি। এ ছবি নিয়ে বাংলানিউজের সঙ্গে কথা বলেছেন তিনি।

বাংলানিউজ : ‘অ্যাকশন জেসমিন’-এর ‘জেসমিন’ আপনি?
ববি : এ ছবিতে আমিই দিপা, আমিই জেসমিন। দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। একটি চরিত্র পুলিশ অফিসারের, অন্যটি চোরের। বেশ চ্যালেঞ্জ ছিল দ্বৈত চরিত্রে অভিনয় করা। দুই চরিত্রের অভিব্যক্তি দুই রকম। তাই শুটিং লোকেশনে পোশাক থেকে শুরু করে লুকেও পরিবর্তন আনতে হয়েছে। ফলে কাজটির জন্য সময় লেগেছে।

বাংলানিউজ : শুনেছি, ছবিতে বেশ মারপিটের দৃশ্য আছে আপনার ?
ববি :
হ্যাঁ। দর্শক এটা খুব উপভোগ করেছে। ফাইট ডিরেক্টর জুম্মুন ভাইয়ের কাছে প্রায় এক মাস মারপিটের অনুশীলন করেছি। দর্শকরা উপভোগ করছেন বলে আমি বেশ আনন্দিত।

বাংলানিউজ : ছবিটি হলে দেখতে গিয়েছিলেন কি ?
ববি :
ছবিটি দেখতে প্রথমে মিরপুরের সনি, এরপর মধুমিতা, পূর্নিমাসহ বেশকিছু প্রেক্ষাগৃহে দেখেছি। মারপিট ও গানে দর্শকরা বেশ সাড়া দিয়েছে। এ ছাড়া ঢাকার বাইরেও বেশ কয়েকটি জেলায় সফর করব এ সপ্তাহে।

বাংলানিউজ : আপনার প্রথম প্রযোজনা ‘রক্ষা’ ছবির খবর কি ?
ববি :
দুজন নতুন নায়ক নিয়ে কাজটি করার কথা রয়েছে। কিছুদিনের মধ্যে সবাই জানতে পারবে।

বাংলানিউজ : বর্তমান ব্যস্ততা নিয়ে বলুন ?
ববি:
ইফতেখার চৌধুরীর ‘ওয়ানওয়ে’, ‘পিকনিক’, অনন্য মামুনের ‘ব্লাকমেইল’, বিক্রম চোপড়ার ‘রংবেরং’ ছবি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। এছাড়া বেশ কিছু নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ২০ মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ