ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

প্রেমে মশগুল ওপারের নায়িকারা

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
প্রেমে মশগুল ওপারের নায়িকারা (বাঁ থেকে) পাওলি দাম, রাইমা সেন ও শুভশ্রী

প্রেমে হাবুডুবু খেলেও অভিনেত্রীদের মুখ খোলে না কিছুতেই। কিন্তু ওপার বাংলার অভিনেত্রীরা চলছেন উল্টো স্রোতে।

এসব নিয়ে মোটেও রাখঢাক নেই তাদের মধ্যে। টালিগঞ্জ জুড়েই যেন প্রেমের ফাঁদ পাতা! প্রথম সারির প্রায় সব অভিনেত্রীই কারও না কারও সঙ্গে মন দেওয়া-নেওয়ার সম্পর্কে জড়িয়ে আছেন। তবে লক্ষণীয় বিষয় হলো, কারও প্রেমিকই নায়ক নন! হয় তারা পরিচালক, নয়তো ব্যবসায়ী। দু’-একজন ছাড়া কোনো নায়িকার প্রেমিকই নায়ক বা পরিচালক নন। চলুন জানা যাক, কয়েকজনের প্রেমের খবর।

স্বস্তিকা মুখোপাধ্যায়
পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকার প্রেম টালিগঞ্জে অনেকদিন ধরেই ওপেন সিক্রেট। এর আগে জিৎ ও সৃজিত মুখার্জির সঙ্গে প্রেমে হাবুডুব খেয়েছিলেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। এখন বিভিন্ন পার্টি আর প্রিমিয়ারে সুমনের সঙ্গেই দেখা যায় তাকে।

পাওলি দাম
পাওলির প্রেমিক গোয়াহাটির সফল ব্যবসায়ী। তার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই অকপটে স্বীকার করেছেন তিনি। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী সম্পর্কটাকে গুরুত্বের সঙ্গেই নিয়েছেন। তার কথায়, ‘এখন কাজ নিয়ে অনেক ব্যস্ত। তাই বিয়ে আরও আড়াই বছরের আগে না। ’

রাইমা সেন
রাইমা প্রেম করছেন কলকাতার হোটেল ব্যবসায়ীর সঙ্গে। মুনমুন সেনও মেয়ের প্রেমিককে পছন্দ করেন। এটা নিজের মুখেই জানিয়েছেন রাইমা। সম্পর্কটা হালকাভাবে না নিলেও বিয়ে নিয়ে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘এখন মজা করার সময়!’

শুভশ্রী
দেবের সঙ্গে প্রেমের সাম্পানে ভেসেছিলেন শুভশ্রী। হঠাৎই সেটা ভেঙে যায়। তারপর অকপটে দেবকে নিয়ে নানা কথা বলে বেড়ান তিনি। এ নিয়ে তাদের তিক্ততা বেড়েছে। কিন্তু বন্ধুরা জানান, সেই সম্পর্ক থেকে এখনও বের হতে পারেননি ২৪ বছর বয়সী এই অভিনেত্রী।

শ্রাবন্তী
পরিচালক রাজিব বিশ্বাসের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর শ্রাবন্তী একাই ছিলেন। তবে এখন তিনি প্রেম করছেন অবাঙালি বিক্রমের সঙ্গে। ২৭ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে মাঝে মধ্যে আউটডোরেও যান তিনি। ঘনিষ্ঠসূত্রে জানা যায়, শিগগিরই তারা ছাদনতলায় গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

মিমি চক্রবর্তী
শুরু থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে রাখঢাক করেননি মিমি। পরিচালক রাজ চক্রবর্তী যে ২৬ বছর বয়সী এই অভিনেত্রীর প্রেমিক তা কে না জানে! বছরখানেক আগে তারা পুরীর মন্দিরে একসঙ্গে পুজো দিতে গিয়েছিলেন।  

পায়েল সরকার
পায়েলের প্রেমিক নিয়ে ইন্ডাস্ট্রিতে রয়েছে নানা ধোঁয়াশা। তিন-চারজনের নাম শোনা গেলেও ৩১ বছর বয়সী এই অভিনেত্রীর প্রেমিক হিসেবে সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে এক উঠতি লম্বাচওড়া অভিনেতার কথা। আরও দেড় বছর পর  হয়তো তাকেই বিয়ে করবেন তিনি।

সায়ন্তিকা
প্রেমিকের কথা কখনও লুকিয়ে রাখেননি সায়ন্তিকা। টিভি অভিনেতা জয় মুখোপাধ্যায়ের সঙ্গে তার মন দেওয়া-নেওয়ার কথা সবারই জানা। ২৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘এখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছি। সময় এলেই বিয়ে করবো। ’

ঋদ্ধিমা ঘোষ
অভিনয়ে আসার কিছুদিনের মধ্যেই ঋদ্ধিমা হয়ে ওঠেন গৌরব চক্রবর্তীর প্রেমিকা। তার কথায়, ‘আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে কখনও লুকোচুরি করতে চাইনি, করিও না। বিয়ের জন্য এখনও দিনক্ষণ ঠিক করিনি। ’

সোহিনী সরকার
‘ফড়িং’ এবং ‘ওপেনটি বায়োস্কোপ’-এর নায়িকা সোহিনীও লুকাননি নিজের প্রেমের খবর। অবশ্য পুরনো প্রেমিককে ছেড়ে ইদানীং নতুন এক মডেলের প্রেমে মজেছেন তিনি। তার কথা, ‘বিয়ে নিয়ে এখনও ভাবনা নেই। বয়স বাড়লে এ নিয়ে ভাববো। ’

পার্নো মিত্র
শোনা যেতো পার্নোর প্রেমিক থাকেন আমেরিকায়। তার সঙ্গে ছুটি কাটাতে মার্কিন মুলুকে গিয়েছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছর নাকি তাদের সম্পর্ক নেই। এখন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী একা। খুঁজছেন নতুন প্রেমিক।  

তনুশ্রী চক্রবর্তী
কলকাতার একজন পরিচালক এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী তনুশ্রীর প্রেমিক। কিন্তু বাঙালি নন তিনি। টালিগঞ্জের সবাই তাকে চেনে। তবে ৩০ বছর বয়সী এই অভিনেত্রীর কথায়, ‘আমার কোনো প্রেমিক নেই। বিয়ে করবো দু’বছর পরে। ’

বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ