ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

জ্যাকসনের একডজন গানের ভিডিও

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
জ্যাকসনের একডজন গানের ভিডিও মাইকেল জ্যাকসন

সর্বকালের সেরা কয়েকটি ভিডিওতে অমর হয়ে আছেন মাইকেল জ্যাকসন। আজ বৃহস্পতিবার (২৫ জুন) তার ষষ্ঠ মৃত্যুবাষির্কী।

২০০৯ সালের ২৫ জুন মারা যান তিনি। এবারও বিশ্বের বিভিন্ন প্রান্তে ভক্তরা স্মরণ করছে তাকে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলানিউজের নির্বাচনে জ্যাকসনের সেরা ১০ ভিডিও দেখুন এখানে।


১. ১৯৯৫ সালের এমটিভি অ্যাওয়ার্ডস


২. বিলি জিন (১৯৯২)


৩. বিট ইট (১৯৮৩)


১২. ব্যাড (১৯৮৭)


৯. থ্রিলার (১৯৮২)


৪. আর্থ সং (১৯৯৫)


৫. ব্ল্যাক অর হোয়াইট


৬. ডোন্ট স্টপ টিল ইউ গেট এনাফ (১৯৭৯)


৭. শি ইজ আউট অব মাই লাইফ (১৯৭৯)


৮. ব্লেম ইট অন দ্য বুগি (১৯৭৮)


১১. লিভ মি অ্যালোন (১৯৮৯)

বাংলাদেশ সময় : ১৫৪৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ