ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

শুভ জন্মদিন আরআরকে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
শুভ জন্মদিন আরআরকে! রুম্মান রশীদ খান

বিনোদন জগতের অনেকেই তাকে সম্বোধন করেন ‘আরআরকে’ নামে। প্রায় এক যুগ দেশের জাতীয় দৈনিকে দেশ-বিদেশের তারকাদের সাক্ষাৎকার নেওয়া, তাদের সম্পর্কে ফিচার তৈরি করা ইত্যাদি নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

এ কারণেই হয়তো বলিউডের শাহরুখ খানের সংক্ষিপ্ত নাম ‘এসআরকে’র মতো রুম্মান রশীদ খানকেও অনেকে আদর করে ডাকেন ‘আরআরকে’। আজ ১১ জুলাই তার জন্মদিন।

নাট্যকার, চলচ্চিত্রের চিত্রনাট্যকার, উপস্থাপক এবং মাছরাঙা টেলিভিশনের ক্রিয়েটিভ প্রধান রুম্মান জন্মদিনের পুরোটা সময় কাটাতে চান পরিবারের সঙ্গে। তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত কিছুই হতে পারিনি। তবে যৎসামান্য যা কিছুই অর্জন করেছি, সব-ই পরিবারের অবদান। আমার নির্বিঘ্নে কাজ করতে পারার পুরোটাই সম্ভব হয়েছে শুধু আমার মা-বাবা, তিন বোনের আশীর্বাদ এবং স্ত্রী মিতুর অকৃপণ সহযোগিতার জন্য। ’

রুম্মান জানালেন, আসছে ঈদে তার লেখা তিনটি নাটক এবং একটি টেলিছবি প্রচারিত হবে। এর মধ্যে দুটি নাটক এবং একটি টেলিছবির নির্মাতা চয়নিকা চৌধুরী। মাহফুজ আহমেদ প্রযোজিত ‘ছায়াসঙ্গী’ টেলিছবিতে অভিনয় করেছেন মম, নাজিরা মৌ এবং মাহফুজ স্বয়ং। এটিএন বাংলায় ঈদের দিন বিকাল ৩টা ১০ মিনিটে এই টেলিছবিটি প্রচারিত হবে। একই তারকাদের নিয়ে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন ‘বুনো জ্যোৎস্নায় কান্তা পিয়াল’ নামের একটি নাটক। এটি প্রচার হবে এসএ টিভিতে। ফারাহ রুমা, আনিসুর রহমান মিলন, নাজিরা মৌ অভিনীত ‘তোমার পৃথিবী ছেড়ে’ প্রচার হবে গাজী টিভিতে। এ ছাড়া অরুণা বিশ্বাস পরিচালিত ‘লাড্ডু’ থাকছে এটিএন বাংলায়। এতে অভিনয় করেছেন সজল, মম, জ্যোতিকা জ্যোতি এবং পরিচালক স্বয়ং। রুম্মান বলেন, ‘আমার নাট্য ক্যারিয়ারে চয়নিকা চৌধুরী এবং মাহফুজ আহমেদের প্রচ্ছন্ন ছায়া সবসময়ই আশীর্বাদের মতো। ’ 

ঈদের চারদিন সকালেও রুম্মানকে পর্দার সামনে দেখা যাবে; উপস্থাপকের ভূমিকায়। মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন রাঙা সকাল-এর চারটি বিশেষ পর্ব উপস্থাপনা করেছেন তিনি। তার সঙ্গে দেখা যাবে অদিতি ও জিয়নকে। রাকিবুল আলম ও জোবায়ের ইকবালের প্রযোজনায় ঈদের দিন সকাল ৭টা থেকে ৯টা রাঙা সকাল-এর অতিথি হয়ে গান শোনাতে আসবেন সংগীতশিল্পী মিলন মাহমুদ ও জান্নাতুল ফেরদৌস টুম্পা। ঈদের পরদিন প্রায় এক যুগ পর ছোট পর্দায় দেখা যাবে শাবনাজ-নাঈম জুটিকে। তৃতীয় দিন পালা গান শোনাবেন রজ্জব দেওয়ান ও লিপি সরকার। চতুর্থ দিন প্রথমবারের মতো ছোট পর্দায় একসঙ্গে আড্ডা দেবেন স্বামী-স্ত্রী দীপা খন্দকার ও শাহেদ আলী।

রুম্মান বলেন, ‘গত ১১ মে মাছরাঙা টেলিভিশনে পুনরায় যোগ দেওয়ার পর নিঃশ্বাস নেবার ফুরসৎ পাইনি। আমাদের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সিইও সৈয়দ ফাহিম মুনয়েম-এর যোগ্য নেতৃত্বে আমাদের পুরো অনুষ্ঠান বিভাগ এবারের ঈদে দর্শকদের পরিপূর্ণ এবং ভিন্ন স্বাদের বিনোদনমূলক অনুষ্ঠান দেবার চেষ্টা করেছে। এ ক্ষেত্রে প্রোগ্রাম ম্যনেজার আরিফুর রহমানের সুদক্ষ পরিচালনার কথা উল্লেখ না করলেই নয়। ’

এবারের ঈদে মাছরাঙায় প্রত্যক্ষভাবে সাতটি অনুষ্ঠানের গ্রন্থনা ও পরিকল্পনার কাজ করেছেন রুম্মান রশীদ খান। এর মধ্যে মোশাররফ করিমকে নিয়ে ‘স্টার নাইট’ (উপস্থাপনা: নাবিলা, প্রযোজক: অজয় পোদ্দার, প্রচার: ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিট), শিশু কিশোর তারকা পূজা, মাহী, পিদিম, মীমকে নিয়ে ‘স্বপ্নডানায়’ (উপস্থাপনা: বাঁধন, প্রচার: ঈদের পরদিন বিকাল ৪টা ৪৫ মিনিট), জাতীয় দলের তিন তরুণ ক্রিকেটার নাসির, তাসকিন, সৌম্যকে নিয়ে ‘ক্রিকেট ক্রিকেট!’ (উপস্থাপনা: মারিয়া নূর, প্রচার: ঈদের পরদিন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট), খাদ্যরসিক তিন তারকা মুকিত জাকারিয়া, কনা, সাজু খাদেমকে নিয়ে লাইফস্টাইল শো ‘ভোজন বিলাস’ (উপস্থাপনা: তানিয়া আহমেদ, প্রচার: ঈদের তৃতীয় দিন, বিকেল ৪টা ৪৫ মিনিট), প্রথমবারের মতো ছোটপর্দায় একসঙ্গে শাকিব খান ও জয়া আহসানের আড্ডা নিয়ে ‘কেমিস্ট্রি’ (উপস্থাপনায় মুনমুন, প্রচার: ঈদের তৃতীয় দিন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট), প্রথমবারের মতো ওমরসানিকে উপস্থাপক হিসেবে নিয়ে সেলিব্রিটি গেম শো ‘সবজান্তা শমসের’ (ইমন, নিরব, সায়মন, মেহজাবীন, ভাবনা, হাসিন, প্রচার: ঈদের চতুর্থ দিন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট), পর্দার অন্তরালের মানুষদের নিয়ে চিত্রনায়ক ফেরদৌসের উপস্থাপনায় ‘অন্তরালে’ (মাহফুজুর রহমান খান, ইমদাদুল হক খোকন, মোহাম্মদ ফারুক, আরমান, প্রচার: ঈদের পঞ্চম দিন, বিকাল ৪টা ৪৫ মিনিট)। রুম্মান বলেন, ‘পর্দার সামনের মানুষদেরকে বরাবরই আমরা প্রচারের আলোয় নিয়ে আসি। তবে যাদের জন্য অনেকে তারকাখ্যতি পেয়েছেন, সেসব পর্দার অন্তরালের মানুষদের খবর খুব একটা নেই না। আমাদের সিইও সৈয়দ ফাহিম মুনয়েমের পরিকল্পনায় এবার ‘অন্তরালে’ ঈদ আয়োজনে বিশেষ মাত্রা যোগ করবে। ’

যেমনটি শিশুদের জন্য জনপ্রিয় কার্টুন সিরিজ ‘মোটু পাতলু’র বাংলায় ডাবিং করে দেখা যাবে ঈদের দিন থেকে প্রতিদিন সকাল ১০টায়। অনন্ত-বর্ষা অভিনীত ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট ওয়েলকাম’, শাকিব খান-অপু বিশ্বাস জুটির ‘অন্তরে আছো তুমি’, ‘প্রেমিক নাম্বার ওয়ান’, ‘কোটি টাকার প্রেম’ এবং বাপ্পী-আঁচল জুটির ‘জটিল প্রেম’ দর্শক দেখতে পাবেন ঈদ আয়োজনে সকাল ১০টা ৪০ মিনিটে।

দর্শক পছন্দের অভিনয়শিল্পী-নাট্যকার-পরিচালকদের ছয়টি টেলিছবি, ১২টি একক নাটক এবং একটি ছয় পর্বের ধারাবাহিক থাকছে মাছরাঙার ঈদ আয়োজনে। মোশাররফ করিম অভিনীত ছয় পর্বের খায়েশ ছাড়াও এই জনপ্রিয় অভিনেতার নাটক ‘ঘুমভাঙা এক বিকেল’, ‘কোরবান আলীর ব্যাংক ব্যালেন্স’, ‘জামাই শ্বশুর’ প্রচার হবে। এ ছাড়া রয়েছে ‘তারপর নদী’ (নোবেল, সজল, মিলা), ‘স্টোরি অব থাউজেন্ড ডেজ’ (তাহসান, তিশা), ‘দূর নক্ষত্রের কাছে’ (মাহফুজ, রিচি), ‘মন পুতুলের গল্প’ (সজল, মেহজাবীন), ‘দ্য ব্রেকআপ’ (অপূর্ব, শখ), ‘ক্রাইং রুম’ (ইরেশ, তিশা), ‘এ জার্নি বাই পাস্ট’ (অপূর্ব, শশী), ‘ভালোবাসা বিক্রির জন্য নয়’ (নিশো, মম), ‘চাঁদ ও বামনের গল্প’ (সোনিয়া হোসেন, মাজনুন মিজান), ‘বিষ কিংবা ভালোবাসা’ (শহীদুজ্জামান সেলিম), ‘টুয়েলভ আওয়ার্স’ (তিশা, নিশো), ‘তেল’ (রিয়াজ, তারিন), ‘কিছুটা ভালোবাসার গল্প’ (তিশা, নিশো), ‘ওয়ান ফাইন ডে’ (নিলয়, শখ), ‘অবশেষে নিষ্পত্তি’ (ইন্তেখাব দিনার, নাদিয়া)।         

এ ছাড়া পূজা সেনগুপ্তর নাচ নিয়ে ‘ওয়াটারনেস’, তিন খলনায়ক এটিএম শামসুজ্জামান, মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চুর আড্ডা নিয়ে ‘খলনায়ক’, কমেডি শো ‘নাভিদ মাহবুবস কমেডি আওয়ার’, রুমানা ইসলামের গান নিয়ে শিল্পীর ভাই, কণ্ঠতারকা আগুনের উপস্থাপনায় দিন যায় কথা থাকে, বাপ্পা মজুমদার-এলিটার মিউজিক ফিউশন ছাড়াও ঈদের দিন থেকে ছয়দিন রাত ১১টা ৪০ মিনিটে রাঙা রাত (হৃদয় খান, পেন্টাগন, কনকচাঁপা-মনির খান, রাফা-এলিটা-হাসান-আলিফ, অপু-স্বরলিপি-শামীম-সুপ্তিকা, সায়ান)। এ অনুষ্ঠানটি সরাসরি উপস্থাপনা করবেন কণ্ঠশিল্পী লিজা।

রুম্মান বলেন, ‘চোখ ফেরানোর সুযোগ নেই। কারণ মাছরাঙা টেলিভিশন মানের সঙ্গে কখনও আপস করে না। তাই দর্শক এবার ছয়দিনই বুঁদ হয়ে থাকবেন মাছরাঙায়- এটুকু বিশ্বাস রয়েছে আমাদের। ’

বাংলাদেশ সময় : ২০৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ