ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

আসছেন হৈমন্তী শুক্লা-লোপামুদ্রা-সমিধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আসছেন হৈমন্তী শুক্লা-লোপামুদ্রা-সমিধ হৈমন্তী শুক্লা ও লোপামুদ্রা মিত্র

ওপার বাংলার তিন জনপ্রিয় শিল্পী হৈমন্তী শুক্লা, লোপামুদ্রা মিত্র ও সমিধ মুখার্জি ঢাকায় আসছেন। আগামী ২০ জুলাই তারা এপারে এসে পৌঁছাবেন।

ঈদে এশিয়ান টিভিতে ‘এশিয়ান মিউজিক আওয়ার’ অনুষ্ঠানে সরাসরি গান শোনাবেন তারা।

জানা গেছে, ঈদের পরদিন হৈমন্তী, পঞ্চম দিন লোপামুদ্রা আর চতুর্থ দিন থাকছে সমিধের পরিবেশনা। প্রতিদিন রাত সাড়ে ১১টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

শিল্পীদের ঢাকা সফরের দিকটি ব্যবস্থাপনা করছে তালাশ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিরক দাশগুপ্ত বাংলানিউজকে জানান, দেশ টিভির অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায় আর ফকিরা ব্যান্ডের ঢাকা সফরের দিকটিও দেখভাল করছে। ওপারের শিল্পীরা ফিরে যাবেন ২৪ জুলাই।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ