ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

আরফিন রুমির সঙ্গে কিছুক্ষণ

মাস না পেরোতেই দেখা হয়েছে দুই লাখ বার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
মাস না পেরোতেই দেখা হয়েছে দুই লাখ বার আরফিন রুমি/ ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈদ উপলক্ষে তিন গানের একক অ্যালবাম প্রকাশ করেছেন সংগীতশিল্পী আরফিন রুমি। নাম ‘কিছু কথা আকাশে পাঠাও’।

এটি বাজারে এনেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। এ অ্যালবাম ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন আরফিন রুমি।

বাংলানিউজ : তিনটি গানেই অ্যালবাম সাজানোর ভাবনা কীভাবে এলো?
আরফিন রুমি : এটা আসলে সংগীতার পরিকল্পনা। আমার কাছে এটা নতুন ভাবনা মনে হয়েছে। তাই রাজি হয়ে গেলাম। তিনটি নতুন গান আর ‘কিছু কথা আকাশে পাঠাও’ গানের নতুন ভিডিও আছে এতে।

বাংলানিউজ : ‘কিছু কথা আকাশে পাঠাও’ গানের ভিডিও নিয়ে কেমন সাড়া পেলেন?
আরফিন রুমি : খুব ভালো। অনেক যত্ন নিয়ে ভিডিওটি নির্মাণ করা হয়েছে। এতে নতুনত্ব রয়েছে। গানটি নিয়ে আমি আশাবাদী ছিলাম। সেটা পূর্ণ হয়েছে। ভক্তদের খুব ভালো লেগেছে এটি। একমাস না পেরোতেই ফেসবুকে এটি দেড় লাখ বার আর ইউটিউবে ৭০ হাজার বার দেখা হয়েছে। গানটি লিখেছেন জাহিদ আকবর, সুর ও সংগীত আমার নিজের। ভিডিওতে আমার পাশাপাশি মডেল হয়েছেন তামান্না ইসলাম। নির্দেশনা দিয়েছেন আবুল খায়ের চাঁদ।

বাংলানিউজ : বাকি দুটি গানের ভিডিও কবে উন্মুক্ত করবেন?
আরফিন রুমি : এ অ্যালবামের অন্য দুটি গান হলো ‘নিয়ে চলো’ আর ‘পরান কান্দে’। ‘নিয়ে চলো’ গানের ভিডিওর কাজ শুরু হবে শিগগিরই। ইনশাল্লাহ কোরবানির ঈদের আগে মুক্তি দেবো। এই গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নদী। আর ‘পরান কান্দে’ গানের স্টুডিও ভিডিও কিন্তু আগেই বেরিয়েছে।

বাংলানিউজ : নতুন একক অ্যালবাম তো সাজাচ্ছেন?
আরফিন রুমি : হ্যাঁ। একটা একটা করে গান বানাচ্ছি। এবার কয়টি গান থাকবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিইনি।

বাংলানিউজ : চলচ্চিত্রের গান করছেন না?
আরফিন রুমি : মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবির জন্য একটি গান তৈরি করেছি। এটা গেয়েছি আমি আর কোনাল। জাহিদ হাসান অভির লেখা ‘নিঃশ্বাস’ শিরোনামের গানটি নিয়ে আমি আশাবাদী। যতদূর জানি, এই গানে পর্দায় ঠোঁট মেলাবেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও অপু বিশ্বাস। এই গানটা আলাদাভাবে শ্রোতাদের গ্রহণযোগ্যতা পাবে আশা করি।  

* ‘কিছু কথা আকাশে পাঠাও’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ