ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

বিএসএফ ঘাঁটিতে ‘ব্রাদার্স’ নিয়ে জ্যাকলিন

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
বিএসএফ ঘাঁটিতে ‘ব্রাদার্স’ নিয়ে জ্যাকলিন

৩০ বছরে পদার্পণ করলেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। তবে ২০০৯ সাল থেকে বলিউডে কাজ করার সুবাদে তিনি হয়ে গেছেন ভারতবাসী।

তাই গতকাল (১১ আগস্ট) জন্মদিনে বলিউড তারকারা সামাজিক যোগাযোগের মাধ্যমে শুভেচ্ছার বৃষ্টিতে ভেজালেন তাকে। নিয়ে তিনি আশাবাদী।

এদিকে এবারের জন্মদিনটা বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে উদযাপন করেছেন জ্যাকলিন। কেকও কেটেছেন। উদ্দেশ্য- নিজের নতুন ছবি ‘ব্রাদার্স’-এর প্রচারণা করা। এটি তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এতে প্রথমবারের মতো মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে। স্ত্রী হিসেবেও সংসার সামলেছেন তিনি। তাকে মায়ের চরিত্রে কাজ করতে উদ্বুদ্ধ করেছেন ‘কিক’ ছবির সহশিল্পী সালমান খান। তাকে অন্ধের মতো বিশ্বাস করেন জ্যাকলিন। তাই অক্ষয় কুমারের স্ত্রী ও তার সন্তানের মা হওয়ার জন্য সম্মতি জানাতে দ্বিতীয়বার ভাবেননি।

অক্ষয়ের পাশাপাশি ছবিটির আরেক অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও বিএসএফ ঘাটিতে তাদের সঙ্গে ছিলেন। তারা দু’জনই পাঞ্জাবি। তাই দৃশ্যধারণ চলাকালে দারুণ কর্মচাঞ্চল্য ছিলো সেটে। জ্যাকলিন জানাচ্ছেন, ‘তাদের সঙ্গে কাজ করা সত্যিই মজার। মনে হচ্ছিলো, সবাই মিলে বিশাল এক পরিবার! ক্যামেরার সামনে সিরিয়াস পারিবারিক নাটকীয়তা। আর অন্তরালে ছিলো প্রচুর মজা। ’

টানা ব্যস্ততায় জন্মদিনও ঘরে বাইরে কাটাতে হলো বলে কিন্তু অখুশি নন জ্যাকলিন। উল্টো তিনি বললেন, ‘কাজের মাঝে জন্মদিন কাটাতে পেরে আমি খুশি। এর চেয়ে ভালো জন্মদিন হতে পারতো না! বিএসএফের সঙ্গে দিনের ষষ্ঠ কেকটা কাটলাম। আর আমার দুই সহশিল্পীর সঙ্গে জন্মদিন উপভোগ করলাম। ’

‘অগ্নিপথ’ (হৃতিক রোশন, সঞ্জয় দত্ত, প্রিয়াঙ্কা চোপড়া) ছবির পরিচালক করণ মালহোত্রা পরিচালনা করেছেন ‘ব্রাদার্স’। হলিউডের হিট ছবি ‘ওয়ারিয়র’-এর রিমেক এটি। প্রযোজনা করেছেন করণ জোহর।

এদিকে ‘বজরঙ্গি ভাইজান’-এর পরিচালক কবির খানের আগামী ছবিতে হৃতিক রোশনের সঙ্গে জ্যাকলিনকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সেটা হবে কি-না পরের কথা। আগে একসঙ্গে কাজ না করলেও তাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি ডুগ্গু (হৃতিকের ডাকনাম)। টুইটারে তিনি লিখেছেন, ‘প্রতিদিন হোক উজ্জ্বল। বছরটা দুর্দান্ত কাটুক! উজ্জীবিত থাকো। ’

জ্যাকলিনের আগের ছবি ‘রয়’-এর নায়ক অর্জুন রামপাল সহশিল্পীকে নিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন সুন্দরী, অদ্ভুত, কমনীয়। সবসময় ঝকঝকে থাকো। জ্বলে ওঠো। ’ এ বছর মুম্বাইয়ের মেরিন ড্রাইভে বলিউড অভিনেতা দিনো মোরেয়ার ফিটনেস স্টেশন উদ্বোধন করেন জ্যাকলিন। এখানে বিনামূল্যে শরীরচর্চা সুযোগ রয়েছে। কৃতজ্ঞতাভরে দিনো লিখেছেন, ‘শুভ জন্মদিন। অসাধারণ কাটুক সময়গুলো। ’

গত ৭ আগস্ট মুক্তিপ্রাপ্ত ‘বাঙ্গিস্তান’ ছবিতে স্বল্প উপস্থিতির চরিত্রে দেখা গেছে জ্যাকলিনকে। এর কলাকুশলীরাও শুভেচ্ছা জানান তাকে। রিতেশ দেশমুখ লিখেছেন, ‘প্রিয় জ্যাকলিন, শুভ জন্মদিন। তুমি বিস্ময়কর মেয়েদের একজন। সবসময় ভালোবাসায় ভরে উঠুক তোমার জীবন। ’ আরেক সহশিল্পী পুলকিত সম্রাট লিখলেন, ‘হাসিখুশি থাকো সবসময়। বছরটা ভালো কাটুক। ’

বলিউডে জ্যাকলিনের অভিষেকের সুযোগ হয়েছিলো সুজয় ঘোষের ‘আলাদিন’ ছবির মাধ্যমে। তিনিও লিখেছেন, ‘ব্রাদার্স দিয়ে এবারের শুক্রবারের বক্স অফিসের রেকর্ড ভেঙে দাও। ’

* ‘স্যাটারডে নাইট’ গানের ভিডিও :


* ‘ব্রাদার্স’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ