ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

শ্রদ্ধাঞ্জলি : সালমান শাহ অভিনীত ১০ গান (ভিডিও)

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
শ্রদ্ধাঞ্জলি : সালমান শাহ অভিনীত ১০ গান (ভিডিও) সালমান শাহ

‘এলেন, অভিনয় করলেন, জয় করলেন লাখো দর্শকের হৃদয়’- এরকম গল্পের মতোই হয়ে উঠেছিলো সালমান শাহ’র অভিনয় জীবনের শুরুটা। সময় গড়ানোর সঙ্গে জাদুর মতোই তা পরিণত হয় উন্মাদনায়।

কিন্তু হঠাৎ মৃত্যুর বৈশাখী ঝড়ে নিভে গেলো সেই আলো। আগামীকাল ৬ সেপ্টেম্বর ক্ষণজন্মা এই স্বপ্নের নায়কের ১৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। দেশীয় চলচ্চিত্রের যুবরাজের প্রতি শ্রদ্ধা রেখে তার অভিনীত জনপ্রিয় ১০টি গানের ভিডিও দেওয়া হলো এখানে। দেখে ভুগতে পারেন নস্টালজিয়ায়! ভালো কথা, কিশোর বয়সে কিন্তু সালমান শাহ ছিলেন কন্ঠশিল্পী!

* ও আমার বন্ধু গো (কেয়ামত থেকে কেয়ামত)


* এখানে দু’জনে নির্জনে (অন্তরে অন্তরে)


* পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে (জীবন সংসার)


* তোমাকে চাই শুধু তোমাকে চাই (তোমাকে চাই)


* আমি যে তোমার কে (বিচার হবে)


* ও সাথী যেওনা কখনও দূরে (স্বপ্নের ঠিকানা)


* এই ঘর এই সংসার (এই ঘর এই সংসার)


* সব সখিরে পার করিতে নেবো আনা আনা (সুজন সখি)


* তুমি আমায় করতে সুখী জীবনে (তোমাকে চাই)


* তুমি মোর জীবনের ভাবনা (আনন্দ অশ্রু)


বাংলাদেশ সময় : ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ