ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

বলিউডে জেমসের গাওয়া যতো গান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
বলিউডে জেমসের গাওয়া যতো গান (ভিডিও) জেমস / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘ভালোবেসো, ভালোবেসে যাও/স্বপ্ন দেখো, স্বপ্ন দেখে যাও
আকাশের চেয়ে দূরে অন্য আকাশে চলে যাও...’

গানে গানে বিশ্বজয়ের বার্তা অনেক আগেই দিয়ে রেখেছিলেন জেমস। ঠিকই দেশের গণ্ডি পেরিয়ে সারাবিশ্বের শ্রোতাদের মন জয় করেছেন তিনি।

বলিউডও সমৃদ্ধ হয়েছে তার গানে। সবই হিট।

২০০৫ সালে ‘গ্যাংস্টার’ ছবিতে তার গাওয়া ‘ভিগি ভিগি’ গানটি প্রকাশ হতেই তাকে ঘিরে বলিউডে শুরু হয় তোলপাড়। পরের বছর ‘ও লামহে’ ছবিতে তিনি গেয়েছেন ‘চল চলে’। ২০০৭ সালে ‘লাইফ ইন অ্যা মেট্রো’র দুটি গানে কণ্ঠ দেন নগরবাউল। এগুলো হলো ‘রিশতে’ এবং ‘আলবিদা’।

সর্বশেষ দুই বছর আগে তিনি গেয়েছেন ‘ওয়ার্নিং’ ছবিতে। এর শিরোনাম আজ ২ অক্টোবর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই রকতারকার জন্মদিন। এ উপলক্ষে বলিউডে তার গাওয়া গানগুলোর ভিডিও দেখে নিন।

* ‘গ্যাংস্টার’ ছবির ‘ভিগি ভিগি’ :


* ‘ভিগি ভিগি’ গানের মিউজিক ভিডিও :


* ‘ও লামহে’ ছবির ‘চল চলে’ :


* ‘লাইফ ইন অ্যা মেট্রো’ ছবির ‘রিশতে’ :


* ‘লাইফ ইন অ্যা মেট্রো’ ছবির ‘আলবিদা’ :


* ‘ওয়ার্নিং’ ছবির ‘বেবাসি’ :


বাংলাদেশ সময় : ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ