তুখোড় অভিনেতা বলতে যা বোঝায়- মিলন তা-ই। ছোট পর্দা-বড় পর্দা বিষয় নয়।
এভাবে বিন্দু বিন্দু অর্জনে আনিসুর রহমান মিলন দু্ই পর্দার ব্যস্ত নায়ক, অভিনেতা। তার মতে, ‘এন্ট্রি হিরো হয়ে সিনেমায় এলেও পরে কিন্তু নায়কও হয়েছি। এটা সচরাচর ঘটে না এখানে। দর্শক আমাকে দুইভাবেই গ্রহণ করেছেন। এটাকে স্বীকার করেই এক ধরনের ভাংচুরের মধ্য দিয়ে অভিনয় করে যেতে চাই। বৃত্তবন্দি হয়ে থাকবো কেনো?’
undefined
আনিসুর রহমান মিলনের সঙ্গে এই আলাপচারিতা যে প্রসঙ্গে, সেটা আরেক গল্প- ভালোবাসার গল্প। সাদামাটা একটা ছবি, কিন্তু মৌলিক গল্পের- এভাবেই প্রচারের আলোয় এসেছে ‘ভালোবাসার গল্প’। মিলন সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মুক্তি পাচ্ছে আগামী শুক্রবারেই। ২৩ অক্টোবর থেকে মিলনের নতুন ছবি ‘ভালোবাসার গল্প’ প্রেক্ষাগৃহে দেখতে পাবেন ভক্তরা। অনন্য মামুন পরিচালিত ছবিটিতে কী আছে? মিলন জানালেন সেই উত্তর।
‘কয়েকটা ব্যাপার ঘটেছে এ ছবির মাধ্যমে’- মিলন বলতে শুরু করলেন। ‘প্রথমত এটি মৌলিক গল্পের ছবি। গল্পটা নিয়ে যেমন নিরীক্ষা করা হয়েছে। চরিত্রগুলো নিজেরাও নিজেদের মতো করে অভিনয় করতে পেরেছেন। সত্যি বলতে, নাটকে সাধারণত চরিত্র নিয়ে খেলা যায়। সিনেমায় সেই সুযোগটা হয় না। অনন্য মামুন এ ছবিতে আমার জন্য সেই দেয়াল ভেঙে দিয়েছেন। ফলে, আমি, মিশা সওদাগর, ডন- আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টাটি করতে পেরেছি। আমার মনে হয়, এরপর অনেক পরিচালক এই তিনজন শিল্পীকে নিয়ে নতুন করে কিছু ভাবার সুযোগ পাবেন। আমাদের সিনেমার জন্য এটা এক ধরনের সফলতাই বলা যায়। ’
মিলন কথা বলার সময় বারবারই বলছিলেন, একজন মিশা সওদাগর কতোটা শক্তিমান অভিনেতা এবং বৈচিত্রপূর্ণ- এই ছবি না দেখলে বোঝা যাবে না। আর ‘ডনকে কখনো কাঁদতে দেখেছেন? কোনো ছবিতে?’ মিলন এই প্রশ্ন রেখে বলেন, ‘ডনের অভিনয়ও অসাধারণ লাগবে দর্শকের কাছে। ’
মিলন জানান, এই ছবিটি যদি দর্শক সুন্দরভাবে গ্রহণ করেন তাহলে মৌলিক গল্পের চাহিদা তৈরি হবে। কিছু মানুষের শ্রম সার্থক হবে। ’
undefined
মিলন বলেন, “ভালোবাসার গল্প’ ছবিতে আমাকে দেখা যাবে সাধারণ ছেলে আবিরের ভূমিকায়। যে নিজের জীবনের সুখ বিসর্জন দেয় ভালোবাসার মানুষের জন্য। পরিচালকের বন্ধুর জীবনের সত্যি ঘটনা নিয়ে নির্মিত এই ছবির গল্প শেষাবধি আদালত পর্যন্ত গড়ায়। আছে হাস্যরস ও ট্র্যাজেডি। ’
এ ছবিতে তাদের পাশাপাশি আরও অভিনয় করেছেন মুনিরা মিঠু, কায়েস আরজু, সাদিয়া আফরিন, তানিয়া মির্জা প্রমুখ। ‘ভালোবাসার গল্প’র মুক্তি উপলক্ষে এর প্রচারণায় নেমেছেন মিলন। মুক্তির দিনে ঢাকার বিভিন্ন হলে ঢুঁ দেবেন তিনি, সঙ্গে থাকবে ইউনিটের অনেকে।
ক’দিন আগে দু’মাসের সফর শেষে দেশে ফিরেছেন মিলন। আমেরিকা প্রবাসী স্ত্রী-সন্তানকে সময় দিয়েছেন। ওদের নিয়ে ঘুরে বেরিয়েছেন। মিলন জানান, ছেলে মিহরান রহমানের বয়স তিন বছর হতে চলল। এর মধ্যে টানা ২৪ ঘণ্টা ওকে সময় দেওয়া হয়নি। এবার সেই অপূর্ণতা ঘুচলো। ছেলেকে স্কুলে ভর্তি করার সময় হচ্ছে। ক’দিন বাদে গিয়ে সেই কাজটাও সেরে আসবেন।
নতুন নাটক বা ছবিতে অভিনয় প্রসঙ্গে মিলন জানান, কিছু কাজ বাকি ছিলো। এখন সেগুলোই শেষ করেছেন। দু’মাস ছুটির কারণে ঈদের নাটকে কাজ করতে পারেননি। চলতি সপ্তাহে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে তার। মুক্তির অপেক্ষায় আছে বেশকিছু ছবি।
এর মধ্যে ডাবিং শেষ করেছেন ‘ওয়ান ওয়ে’ ছবিটির। কাজ শেষ অনুদানের ছবি ‘লালচর’-এরও। প্রায় শেষের দিকে ‘ক্রাইম রোড’ আর ‘রাত্রীর যাত্রী’। এগোচ্ছে ‘নাইওর’ও। এগোচ্ছেন মিলন!
* ‘ভালোবাসার গল্প’ ছবির ট্রেলার :
• ‘ওয়ান ওয়ে’ ছবির গানের টিজার :
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসও/জেএইচ