ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

১০ নায়কের সঙ্গে শাবনূরের জনপ্রিয় ১০ গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
১০ নায়কের সঙ্গে শাবনূরের জনপ্রিয় ১০ গান শাবনূর/ছবি-নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবানা, কবরী ও ববিতার পর বাংলাদেশি চলচ্চিত্রে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ও সফল চিত্রনায়িকা শাবনূর। দেশ-বিদেশে তার ভক্ত অনুসারীর সংখ্যা অগণিত।

বিচিত্র ধরনের ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু বাণিজ্যিক নয়, অভিনয় করেছেন সাহিত্যনির্ভর গল্পের ছবিতেও। কয়েকজন নায়কের সঙ্গে তিনি গড়ে তুলেছিলেন জুটি। সফলতা পেয়েছেন অন্যদের সঙ্গেও। শাবনূরের নায়কের তালিকাটা তাই অন্য নায়িকাদের চেয়ে একটু বেশি লম্বা। প্রায় সব নায়কের সঙ্গেই শাবনূরের গান জনপ্রিয় হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী শাবনূরের জন্মদিন আজ ১৭ ডিসেম্বর। এই উপলক্ষে ১০ নায়কের সঙ্গে তার জনপ্রিয় ১০টি গান তুলে দেওয়া হলো বাংলানিউজের পাঠকের জন্য- 

** সালমান শাহর সঙ্গে ‘পৃথিবীতে সুখ বলে’:



** ওমর সানীর সঙ্গে ‘কী ছিলে আমার’ :




** শাকিব খানের সঙ্গে ‘কিছু কিছু মানুষের জীবনে’ :




** রিয়াজের সঙ্গে ‘প্রেমের তাজমহল’ ছবির ‘প্রেমের তাজমহল’ :




** ফেরদৌসের সঙ্গে ‘আসসালামু আলাইকুম বেয়াই সাব’ :




** মান্নার সঙ্গে ‘ভালোবাসি এ কথাটি হয়নি বলা’ :




** আমিন খানের সঙ্গে ‘লক্ষ তারার মাঝে তুমি চাঁদ’ :




** বাপ্পারাজের সঙ্গে ‘ও সাথী আমার’ :




** অমিত হাসানের সঙ্গে ‘একদিকে পৃথিবী’ :




** এসডি রুবেলের সঙ্গে ‘এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়’ :



বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ