ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

৫০তম জন্মদিনে ফাহমিদা নবীর ১০ গান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
৫০তম জন্মদিনে ফাহমিদা নবীর ১০ গান ফাহমিদা নবী/ছবি : নূর/বাংল‍ানিউজটোয়েন্টিফোর.কম

কখনও তিনি ‘দুপুরের একলা পাখি’। কখনও তিনি গেয়ে ওঠেন, ‘মনে কি পড়ে না...’।

গানে গানে আকাশ হতে চেয়ে বলেছেন ‘আমি আকাশ হবো’। তার গান শ্রোতাদের একাকিত্বের সঙ্গী। অনেকের ভোর শুরু হয় তার কণ্ঠের মাদকতায়, আবার রাতে ঘুমের দেশে হারিয়ে যান কেউ কেউ। নানান বয়সী শ্রোতা কান পেতে থাকে তার গানের পানে।

বাংলা গানের পাখি ফাহমিদা নবীর ৫০তম জন্মদিন সোমবার (৪ জানুয়ারি)। এ উপলক্ষে তার জনপ্রিয় গানের মধ্য থেকে নির্বাচিত ১০টি গানের অডিও-ভিডিও রইলো এখানে। দেখতে পারেন, শুনতে পারেন।

* লুকোচুরি লুকোচুরি গল্প


* মনে কি পড়ে না


* কাছে আসি ভালোবাসি


* হাতে দিও রাখি


* অবাক তারার ফুল


* হবো দু’জন সাথী


* মন খারাপের একেকটা দিন


* ছেলেটি


* যায় কি ছেড়া বুকের পাজর


* বলো কতোদূরে চলে গেলে

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ