ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

চোখ গেলো যে ১০ তারকার পোশাকে

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
চোখ গেলো যে ১০ তারকার পোশাকে

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৩তম আসরে পুরস্কার বিতরণীর আগে সবার চোখ ছিলো লালগালিচায়। বরাবরের মতো নিজেকে সবার চেয়ে সুন্দরভাবে উপস্থাপনে তারকারা চেষ্টার ত্রুটি রাখেননি।



কারণ কে কোন পোশাক পরে এই লালগালিচায় এলেন তা নিয়ে পরে চুলচেরা বিশ্লেষণ হয়। তাই সুন্দর মুখের তারকাদের চাই বিখ্যাত ডিজাইনারদের বানানো চোখ জুড়ানো পোশাকও। পোশাকের দিক দিয়ে যারা মন কাড়লেন তাদেরকে দেখে নিন।

* গিভেন্সির হালকা গোলাপি রঙা পোশাকে অভিনেত্রী কেট ব্ল্যানচেট।

* স্টেলা ম্যাককার্টনির সাদা রঙা গাউনে টারাজি পি. হেনসন।


* টম ফোর্ডের নীল রঙা গাউনে অভিনেত্রী জুলিয়ান মুর।


* ডিওরের লাল রঙা গাউনে অভিনেত্রী জেনিফার লরেন্স।


* লু্ই ভাটনের পোশাকে অভিনেত্রী অ্যালিসিয়া ভিক্যান্ডার।


* জ্যাক পোসেনের নীল রঙা গাউনে জিনা রড্রিগেজ।


* মাইকেল কোরসের মেরুন রঙের গাউনে অভিনেত্রী অলিভিয়া ওয়াইল্ড।


* সেন্ট লঁরার গাউনে অভিনেত্রী সাওয়ার্স রোনান।

* জিমবাতিস্টা ভ্যালির হলুদ রঙা গাউনে জেনিফার লোপেজ।

* ভ্যালেন্টিনোর কালো রঙা গাউনে কার্স্টেন ডান্সট।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ