ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

গোল্ডেন গ্লোবসে বাজে পোশাকের ১০ তারকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
গোল্ডেন গ্লোবসে বাজে পোশাকের ১০ তারকা

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৩তম আসরের লালগালিচায় বাহারি আর দামি দামি পোশাক পরে হাজির হয়েছেন বিশ্বের বাঘা বাঘা অভিনেত্রী ও গায়িকারা। তবে অনেকেই পোশাকে মন কাড়তে পারেননি।

তারকাদের পরে আসা তেমন দশটি বাজে পোশাকের তালিকা এসেছে পশ্চিমা গলমাধ্যমে।


* সেন্ট লঁরার সাদা রঙা গাউনে মার্কিন অভিনেত্রী জেন ফন্ডা।


* প্রাডার তৈরি পোশাকে মার্কিন গায়িকা কেটি পেরি।


* মাইকেল কোরসের পোশাকে মার্কিন অভিনেত্রী কেট হাডসন।


* জর্জেস হোবেইকার পিঠ খোলা গাউনে মার্কিন অভিনেত্রী ইভা লঙ্গেরিয়া।


* জেনি প্যাকহ্যামের নীল রঙা গাউনে মার্কিন অভিনেত্রী ব্রাইস ডালাস হাওয়ার্ড।


* অস্কারজয়ী অভিনেত্রী প্যাট্রিসিয়া আর্কেট। ‍


* ক্রাইকর জ্যাবোটিয়ানের সোনালি রঙা গাউনে অভিনেত্রী রেজিনা কিং।


* জেনি প্যাকহ্যামের হলুদ রঙা গাউনে অভিনেত্রী আমেরিকা ফেরেরা।


* জে ম্যানডেলের গাউনে অভিনেত্রী নাটালি ডরমার।


* ভ্যালেন্টিনোর কালো রঙা গাউনে অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
বিএসকে/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ