ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

স্মৃতিতে-ছবিতে ডেভিড বোয়ি

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
স্মৃতিতে-ছবিতে ডেভিড বোয়ি ডেভিড বোয়ি

চলে গেলেন ডেভিড বোয়ি। পৃথিবীব্যাপী তার সংগীতানুরাগীর সংখ্যা অগণিত।

তিনি ছিলেন তারকাদের তারকা। শুধু শ্রোতারাই নন, তারকারাও তার মৃত্যুতে শোকে মুহ্যমান। কিংবদন্তি এই ব্রিটিশ সংগীতশিল্পী জীবনের উল্লেখযোগ্য কিছু মুহূর্ত দেখা যাক ছবিতে।


* মন্ট্রিলের মাধ্যমে উত্তর আমেরিকায় ‘অ্যা রিয়েলিটি ট্যুর’ শুরুর সময়, ২০০৩ সালের ১৩ ডিসেম্বর।

* ২০১০ সালের ৭ জুন স্ত্রী আইম্যানকে নিয়ে কাউন্সিল অব ফ্যাশন ডিজাইনারস অব আমেরিকা (সিএফডিএ) অনুষ্ঠানে।

* ২০০০ সালের ২৫ জুন গ্লাস্টনবুরি ফেস্টিভ্যালে।

* প্রাগে ২০০৪ সালের ২৩ জুন ‘অ্যা রিয়্যালিটি ট্যুর’ শীর্ষক সংগীত সফরের কনসার্টে।

* ২০০৭ সালের ৫ জুন নিউইয়র্কে ১১তম ওয়েবি আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে।

* যুক্তরাজ্যে সংগীত সফরের প্রথম কনসার্টে ম্যানচেস্টারে, ২০০৩ সালের ১৭ নভেম্বর।

* অ্যাথেন্সের পানাথিনাইকস স্টেডিয়ামে রক কনসার্টে।

* হলিউড ওয়াক অফ ফেমে স্ত্রী আইম্যানকে সঙ্গে নিয়ে ভক্তদের সামনে হাজির। এ সময় তার ‘আর্থলিং’ অ্যালবামটি প্রকাশিত হয়।

* কানেক্টিকাটের হার্টফোর্ডের মিডোস মিউজিক থিয়েটারে নাইন ইঞ্চ নেইলস ব্যান্ডের সঙ্গে উত্তর আমেরিকায় ছয় সপ্তাহব্যাপী কনসার্ট ট্যুরে সংগীত পরিবেশনের সময় বোয়ি।

* জার্মান টেলিভিশন গেম শো অনুষ্ঠানে গান পরিবেশনের সময়।

* বিশ্ব এইডস দিবসে কনসার্ট অব হোপ শুরুর আগে ন্যাশনাল এইডস ট্রাস্টের উদ্যোক্তা প্রিন্সেস ডায়ানার সঙ্গে লন্ডনের ওয়েম্বলি এরেনার মঞ্চের পেছনে বোয়ি। তার ব্যাকগ্রাউন্ড গায়ক ছিলেন জর্জ মাইকেল ও সিম্পলি রেডের মিক হাকন্যাল।

* শিকাগোর ভিআইসি থিয়েটারে এমজিডি ব্লাইন্ড ডেট কনসার্টে ছবিটি তোলা।

* ২০০৩ সালের ১৭ নভেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিজের প্রথম সংগীত সফরের সময় কনসার্ট শুরুর আগে ব্রিটিশ ব্যান্ড ব্লোন্ডির প্রধান ডেবোরাহ হ্যারির সঙ্গে ছবি তোলেন তিনি।

* লন্ডনের ব্রিক্সটনে জন্মের পর তার নাম রাখা হয় ডেভিড রবার্ট জোন্স। ডেভি জোন্স নামে ১৯৭৪ সালের জুনে ‘লিজা জেন/লুই লুই গো গোম’ ছিলো তার প্রথম গান।

* ১৯৭১ সালে প্রকাশিত বোয়ির ‘হাঙ্কি ডোরি’র ‘লাইফ অন মার্স?’ ও ‘ওহ, ইউ প্রিটি থিংস’ সত্তর দশকের প্রজন্মের কাছে রককে জনপ্রিয় করে তোলে।

* ১৯৬৩ সালে কনর‌্যাডস ব্যান্ডের সঙ্গে নিজের সংগীত জীবন শুরু করেন ডেভিড বোয়ি।

* ১৯৭০ সালে অ্যাঞ্জি বার্নেটকে বিয়ে করেন বোয়ি। তাদের পুত্রসন্তান জোয়ি। তিনি এখন চলচ্চিত্র পরিচালক ডানকান জোন্স নামে পরিচিত।

* ১৯৭৩ সালে সর্বশেষ জিগি স্টারডাস্ট হিসেবে শেষবার সংগীত পরিবেশন করেন বোয়ি। অনেকে ধরে নেন এর মাধ্যমে সংগীত ক্যারিয়ারের ইতি টানছেন।

* সংগীত জীবনে বারবার নিজের সাজগোজ ও সাউন্ড বদলেছেন বোয়ি। ১৯৭৪ সালে ‘ডায়মন্ড ডগস’ অ্যালবামেও রয়েছে এর প্রমাণ।

* সংগীত জীবনে অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছেন বোয়ি। তাদের মধ্যে ইজি পপের সঙ্গে ১৯৭৭ সালে এ ছবিটি তোলা।

* পপতারকা হলেও বেশ কয়েকটি ছবিতে অ্যাকশন চরিত্রে আর ১৯৮০ সালে ব্রডওয়েতে ‘দ্য এলিফ্যান্ট ম্যান’-এ অভিনয় করেছেন বোয়ি।

* সমালোচকদের কাছে প্রশংসিত ‘মেরি ক্রিসমাস, মিস্টার লরেন্স’ ছবিতে অভিনয় করেছেন ডেভিড বোয়ি।

* ১৯৮৫ সালে ব্যান্ড এইড প্রজেক্ট ও লাইভ এইড কনসার্টের অংশ হিসেবে মার্থা অ্যান্ড ভ্যান্ডেলাসের কালজয়ী গান ‘ড্যান্সিং ইন দ্য স্ট্রিট’ বোয়ি নতুনভাবে গেয়েছেন মিক জ্যাগারের সঙ্গে।  

* বোয়ির সংগীত জীবনে তার অ্যালবামের ১৪ কোটি কপি বিক্রি হয়েছে। ১৯৯১ সালে প্যারিসে সংগীত পরিবেশন করেন তিনি।

* ২০০১ সালে বেন স্টিলার ও ওয়েন উইলসনের সঙ্গে ‘জুল্যান্ডার’ ছবিতে অভিনয় করেন ব্রিটিশ এই গায়ক।

* প্রায় এক দশক পর ২০১৩ সালে বোয়ি বের করেন ‘দ্য নেক্সট ডে’ অ্যালবামটি। ভক্তরা ধরে নিয়েছিলো তিরি হয়তো অবসরে গেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ