ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

সাত নায়িকার সঙ্গে নায়করাজের কালজয়ী ৭ গান (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
সাত নায়িকার সঙ্গে নায়করাজের কালজয়ী ৭ গান (ভিডিও) রাজ্জাক/ছবি:নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নায়করাজের জন্মদিন বলে কথা। হাকডাক তো হবেই।

আগামী ২৩ জানুয়ারি ৭৫ ছোঁবেন তিনি। দিনটি ঘিরে গণমাধ্যমে রাখা হচ্ছে বিভিন্ন আয়োজন। কিছুদিন আগে একাধিকবার বার্ধক্যজনিক রোগে হাসপাতালমুখো হতে হয়েছিলো তাকে। এখন বলা যায় অসুখকে ‘তুড়ি’ দিয়ে সুখের জীবন কাটাচ্ছেন রাজ্জাক। তবে চিকিৎসকের পরামর্শ মেনেই চলতে হচ্ছে তাকে।

চার যুগের বেশি সময় ধরে চলচ্চিত্র দুনিয়ায় বিচরণ করছেন রাজ্জাক। দেশীয় চলচ্চিত্র শিল্প সমৃদ্ধির পেছনে তার অবদান অনস্বীকার্য। ক্যারিয়ারের স্বর্ণালি যুগে নাওয়া-খাওয়ার সময় পেতেন না তিনি। শুটিংয়ের ব্যস্ততার কারণে এফডিসিতে প্রায়ই তাকে রাত কাটাতে হতো। দীর্ঘদিন এক নম্বর নায়ক হয়ে থাকার সৌভাগ্য হয়েছিলো তার।

অভিনয়জীবনে বিচিত্র সব গল্প ও চরিত্রে রূপদান করেছেন রাজ্জাক। নায়িকা হিসেবে পেয়েছেন খ্যাতিমান সব অভিনেত্রীদের। তালিকাটা এমন- শাবানা, কবরী, শবনম, সুজাতা, সুচন্দা, ববিতা, রোজিনা প্রমুখ। ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলানিউজের নির্বাচনে সাত নায়িকার সঙ্গে রাজ্জাকের জনপ্রিয় ৭টি গান উপভোগ করুন।    

* শাবানার সঙ্গে ‘অনুরাগ’ ছবির ‘শত্রু তুমি বন্ধু তুমি’:
 

* কবরীর সঙ্গে ‘দর্পচূর্ণ’ ছবির ‘তুমি যে আমার কবিতা’:


* শবনমের সঙ্গে ‘নাচের পুতুল’ ছবির ‘আয়নাতে ওই মুখ’:


* ববিতার সঙ্গে ‘অনন্ত প্রেম’ ছবির ‘ও চোখে চোখ পড়েছে’:


* সুজাতার সঙ্গে ‘এতটুকু আশা’ ছবির ‘অশ্রু দিয়ে লেখা’:


* রোজিনার সঙ্গে ‘অভিযান’ ছবির ‘হাত ধরে নিয়ে চলো’:


* সুচন্দার সঙ্গে ‘প্রতিশোধ’ ছবির ‘একটি ছোট্ট আশা’:

বুধবার (২০ জানুয়ারি) পড়ুন:
* রাজ্জাকের স্মরণীয় ১০ ছবি
* রাজ্জাককে নিয়ে আরও আয়োজন 

বাংলাদেশ সময় : ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ