ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

দুবাইয়ে শাহরুখ-সালমানের রাতভর পার্টি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
দুবাইয়ে শাহরুখ-সালমানের রাতভর পার্টি সালমান খান ও শাহরুখ খান

অনেক বছর পর হলেও বিরোধ মিটিয়ে ফেলেছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। এখন তারা আগের মতোই ঘনিষ্ঠ বন্ধু।

দু’জনকে একসঙ্গে পাওয়া ও তাদের আনন্দ-উল্লাসের সাক্ষী হওয়াটা বরাবরই আনন্দের। এবারের টাইমস অব ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সে দৃশ্য দেখা গেছে।

দুবাই হলো শাহরুখের কাছে দ্বিতীয় বাড়ি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে নিজের হোটেলে বড়সড় পার্টির আয়োজন করেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। খবর মিড-ডের।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন রণবীর সিং, জ্যাকুলিন ফার্নান্ডেজ, পরিণীতি চোপড়া, ইও ইও হানি সিং, পরিচালক সঞ্জয়লীলা বানসালি এবং ‘বজরঙ্গি ভাইজান’ সালমান। পার্টিতে দুই খান জম্পেশ আড্ডা দিয়েছেন, ফূর্তি করেছেন। সুবহে সাদিক পর্যন্ত আড্ডা জমিয়েছেন তারা। তাদের কাছে ঘেষার অনুমতি ছিলো না কারও।

এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির জন্য শাহরুখ ও সালমানের একসঙ্গে মহড়া করার বেশকিছু মুহূর্তের ছবি প্রকাশিত হয়েছে অনলাইনে। শৈমাক দাভারের নৃত্য পরিচালনায় নিজেদের জনপ্রিয় গানের তালে নেচেছেন তারা।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ