ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

ঈদ আয়োজন

বলিউড তারকাদের অন্দরমহল (ফটো ফিচার)

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
বলিউড তারকাদের অন্দরমহল (ফটো ফিচার)

বলিউড তারকাদের বাড়ির সামনে হরহামেশা ভিড় জমান ভক্তরা। তাদের কেউ কেউ আবার আসেন হাজার হাজার মাইল পাড়ি দিয়ে।

তারকাকে একনজর দেখার জন্য ভক্তরা অদ্ভুত সব কান্ড করে বসেন। এমন ভক্তও আছেন যারা রোজ নির্দিষ্ট সময়ে প্রিয় তারকার বাড়ির ফটকের স‍ামনে অপেক্ষা করেন।

শুধু তারকাকে দেখা নয়, তাদের জীবনযাপন ও বাড়িঘর নিয়েও অনেক আগ্রহ থাকে ভক্তদের মধ্যে। বাইরের অংশ যদিওবা দেখা যায়, তাদের অন্দরমহলের ছবি মেলে খুব কম। তাই বলিউডের কিছু তারকাদের বাড়ির অন্দরমহলের ছবি নিয়ে তারার ফুলের ঈদ আয়োজন।


* বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ির বাইরে যেমন নৈসর্গিক আবহ, তেমনি অন্দরমহলে আভিজাত্যের ছোঁয়া।

* বিগ বি'র বাড়ির বাইরে যেমন নৈসর্গিক আবহ, তেমনি অন্দরমহলে রয়েছে আভিজাত্যের ছোঁয়া।




* বলিউড বাদশা শাহরুখ খানের বাংলো যেন সোনায় মোড়ানো। সারাবাড়িতে সোনালি রঙের রাজত্ব। এ ছাড়া সুইমিং পুল আর আসবাবপত্রগুলোও নজরকাড়া।


* সালমান খানের বাড়ির ভেতরটা দেখলে মনে হবে রঙের খেলা। বেগুণি, কমলা, সোনালি, গোলাপি কি রঙ নেই সেখানে। এ ছাড়া আসবাবপত্র তো রয়েছেই।


* কাঠের আসবাবপত্র দিয়ে নিজের বাড়িটি পরিপাটি করে সাজিয়েছেন বলিউড অভিনেতা জন অ্যাব্রাহাম। এ ছাড়া ৪৩ বয়সী এই অভিনেতার বাড়ির সবখানে রয়েছে সবুজের আবহ।


* আঁকাআঁকি দিয়েই সাজানো বলিউড অভিনেতা অনিল কাপুরের বাড়ির অন্দরমহল।


* সাদা রঙকে প্রাধান্য দিয়ে নিজের বাড়ি সাজিয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ৩৭ বছর বয়সী এই অভিনেতার অন্দরমহলের বিশাল সুইমিং পুলটি চোখে পড়ার মতো।


* সবুজে ঘেরা বলিউড অভিনেত্রী দিয়া মির্জার বাড়ির অন্দরমহল।


* সমুদ্রের পাড়ঘেষে রয়েছে শহিদ কাপুরের স্বপ্নের বাড়ি।


* বলিউড অভিনেত‍া সুনিল শেঠির বাড়ির চারদিকে শুধু সবুজ আর সবুজ। এ ছাড়া আড্ডাখানা, সুইমিং পুল ও আসবাবপত্র তো রয়েছেই।

* বিশাল এক বাড়ির মালকিন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। যেখানে রয়েছে সবুজে ঘেরা একটি বাগান সেই সঙ্গে নামি-দামি সব ব্র্যান্ডের আসবাবপত্র।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ