ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

তারকার অজানা অধ্যায়

ডেলিভারি বয় ছিলেন ব্র্যাড পিট

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
ডেলিভারি বয় ছিলেন ব্র্যাড পিট ব্র্যাড পিট

তারকাদের জীবন বর্ণিল। তারকা হলেই সামনে এসে ধরা দেয় বিলাসবহুল জীবনযাপন।

বিখ্যাত সব তারকাকে ঘিরে ভক্তদের উন্মাদনা থাকে তুঙ্গে। তাদের অনেকের জীবন কেটেছে সাদামাটাভাবে। সেইসব তারকার কথা নিয়েই তারার ফুলের নিয়মিত আয়োজন ‘তারকার অজানা অধ্যায়’। আজ রয়েছে হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের কথা।

হলিউড অভিনেতা ব্র্যাড পিটের খ্যাতি দুনিয়াজোড়া। তার প্রকৃত নাম উইলিয়াম ব্র্যাডলি পিট। পৃথিবীর আকর্ষণীয় ব্যক্তিদের মধ্যে ৫২ বছর বয়সী এই মার্কিন তারকা অন্যতম।

তারুণ্যে ইউনিভার্সিটি অব মিসৌরিতে সাংবাদিকতায় স্নাতক করছিলেন পিট। কিন্তু ডাব্বা মেরে লস অ্যাঞ্জেলেসে চলে আসে কাজের আশায়।

চমকপ্রদ তথ্য হলো, তারকা হওয়ার আগে একজন ডেলিভারি বয় ছিলেন ব্র্যাড পিট। মানুষের বাড়ি বাড়ি গিয়ে রেফ্রিজারেটর পৌঁছে দিতেন তিনি। লিমুজিন গাড়ির সামনে নেচেও টাকা কামাতেন।

শুধু তা-ই নয়, উপার্জনের জন্য যুক্তরাষ্ট্রের এল পোলো লোকো নামের একটি রেস্তোরাঁর সামনে মুরগি আদলের পোশাক পরে নাচতেন পিট!

* বাস কন্ডাক্টর ছিলেন রজনীকান্ত

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ