ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

চলুন হৃতিকের নতুন বাড়ি ঘুরে আসি! (ফটো ফিচার)

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
চলুন হৃতিকের নতুন বাড়ি ঘুরে আসি! (ফটো ফিচার)

বলিউড সুপারস্টার হৃতিক রোশন নিজের জন্য নতুন বাড়ি করেছেন। এতে তার দুই পুত্রসন্তানের জন্য আছে খোলা জায়গা।

এমনভাবে সব সাজানো হয়েছে যে একই সঙ্গে ব্যাচেলর ও পরিবারের জন্য উপযোগী এই চমৎকার বাড়ি। ডিজাইন করেছেন স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনার আশীষ শাহ। বান্দ্রায় ক্যাটরিনা কাইফের বাড়ির ডিজাইনারও তিনিই।

দুই পুত্র রেহান (১০) ও হৃধানকে (৮) নিয়ে অন্য দেশে বেড়ানোর পর ভারতে ফিরেই নতুন বাড়িতে উঠেছেন হৃতিক। চলুন ছবির মধ্য দিয়ে ঘুরে আসি বলিউড তারকা হৃতিক রোশনের নতুন বাড়িতে!

* হৃতিকের লিভিং রুমে রয়েছে তার ও দুই পুত্রের ছবি।

* বাড়ির দেয়ালেই বুঝি আঁকাআঁকির কাজটি সেরে নেন হৃতিকের দুই পুত্র।

* পরিবারের সবাইকে নিয়ে এখানে খেতে বসেন হৃতিক। এ ছাড়া পাশের ছবিতে লেখাসহ যে দেয়ালটি দেখা যাচ্ছে, সেটা হলো মিরর ওয়াল।

* সাদাকালোর সংমিশ্রণ ও সবুজের আবহে সাজানো ‘কৃষ তারকার বাড়ির লাউঞ্জ।

* পুল খেলতে খেলতে হাঁপিয়ে উঠলে পাশের ঘরটিতে বিশ্রাম নেন হৃতিক।

* হৃতিকের স্বপ্নের বাড়িতে রয়েছে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা।

* বাড়ির লাউঞ্জে রাখা চেস্ট বোর্ড ও ডুগ্গুর (হৃতিকের ডাকনাম) প্রিয় দোলনা।    

* বাবল চেয়ার ও বাড়িতে রাখা জাহাজের একটি শোপিস।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ