ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

টপচার্টের শীর্ষে যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
টপচার্টের শীর্ষে যারা

হলিউড টপচার্ট
শীর্ষ ১০

১. সুইসাইড স্কোয়াড (উইল স্মিথ, জারেড লেটো, মার্গট রোবি, কারা ডেলেভিন, জোয়েল কিনাম্যান, জে হার্নান্দেজ, ভায়োলা ডেভিস, জে কোর্টনি)
২. জেসন বোর্ন (ম্যাট ডেমন, অ্যালিসিয়া ভিক্যান্ডার, টমি লি জোন্স, ভিনসেন্ট ক্যাসেল, জুলিয়া স্টাইলস, রিজ আহমেদ)
৩. ব্যাড মমস (মিলা কুনিস, ক্রিস্টেন বেল, ক্রিস্টিনা অ্যাপলগেট)
৪. দ্য সিক্রেট লাইফ অব পেটস (অ্যানিমেটেড ছবি, কণ্ঠ দিয়েছেন- এলি কেম্পার, জেনি স্লেট, কেভিন হার্ট, লেক বেল)
৫. স্টার ট্রেক বিয়ন্ড (ক্রিস পাইন ও জাকারি কিন্টো, সিমন পেগ, কার্ল আরবান, জোয়ি স্যালডানা, জন চো, অ্যান্টন ইয়েলচিন, ইডরিস অ্যালবা, জো স্যালডানা, সোফিয়া বুটেলা)
৬. নাইন লিভস (অ্যানিমেটেড ছবি, কণ্ঠ দিয়েছেন- কেভিন স্পেসি, জেনিফার গার্নার, শেরিল হাইন্স, রবি অ্যামেল)
৭. লাইটস আউট (টেরেসা পালমার, গ্যাব্রিয়েল বেইটম্যান, আলেক্সান্ডার ডিপারসিয়া, বিলি বার্ক, মারিয়া বেলো)
৮. নার্ভ (ডেভ ফ্রাঙ্কো, এমা রবার্টস, জুলিয়েট লুইস, সামিরা উইলি)
৯. গোস্টবাস্টারস (ক্রিস হেমসওয়ার্থ, মেলিসা ম্যাককার্থি, ক্রিস্টেন উইগ, কেট ম্যাককিনন)
১০. আইস এজ: কলিসন কোর্স (অ্যানিমেটেড ছবি- কণ্ঠ দিয়েছেন রে রোমানো, ডেনিস লিয়ারি, জন লেগুইজেমো, নিক অফারম্যান, অ্যাডাম ডেভিন, সিমন পেগ, জেনিফার লোপেজ)

বলিউড টপচার্ট
শীর্ষ ৫
১. ঢিশুম (জন অ্যাব্রাহাম, বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, অক্ষয় খান্না, অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া, সাকিব সেলিম)
২. বুড়িয়া সিং (মনোজ বাজপেই)
৩. মাদারি (ইরফান খান, জিমি শেরগিল)
৪. কাবালি (রজনীকান্ত, রাধিকা আপ্তে)
৫. সুলতান (সালমান খান, আনুশকা শর্মা, রণদীপ হুদা, অমিত সাধ)

বিলবোর্ড হট হান্ড্রেড (সিঙ্গেলস)
শীর্ষ ১০

১. চিপ থ্রিলস-সিয়া ফিচারিং শন পল
২. ওয়ান্স ড্যান্স-ড্রেক ফিচারিং উইজকিড অ্যান্ড কাইলা
৩. দিস ইজ হোয়াট ইউ কেম ফর-ক্যালভিন হ্যারিস ফিচারিং রিয়ান্না
৪. কান্ট স্টপ দ্য ফিলিং!-জাস্টিন টিম্বারলেক
৫. কোল্ড ওয়াটার–মেজর লেজার ফিচারিং জাস্টিন বিবার ও মো
৬. ডোন্ট লেট মি ডাউন-দ্য চেইনস্মোকারস ফিচারিং ডায়া
৭. রাইড-টোয়েন্টি ওয়ান পাইলটস
৮. নিডেড মি-রিয়ান্না

৯. ক্লোজার-দ্য চেইনস্মোকারস ফিচারিং হ্যালসি
১০. সেন্ড মাই লাভ (টু ইউর নিউ লাভার)-অ্যাডেল

বিলবোর্ড টু হান্ড্রেড অ্যালবাম
শীর্ষ ১০

১. মেজর কি-ডিজে খালেদ
২. ভিউস-ড্রেক
৩. ব্লারিফেস-টোয়েন্টি ওয়ান পাইলটস

৪. আমেরিকান লাভ-জ্যাক ওয়েন
৫. অ্যান্টি-রিয়ান্না

৬. দ্য ডেফিনিশন অব-ফ্যান্টাসিয়া

৭. লাভ রিমেইনস-হিলারি স্কট অ্যান্ড দ্য স্কট ফ্যামিলি
৮. টোয়েন্টি ফাইভ-অ্যাডেল
৯. ইফ আই অ্যাম অনেস্ট-ব্লেক শেলটন
১০. হ্যামিলটন: অ্যান আমেরিকান মিউজিক্যাল-অরিজিনাল ব্রডওয়ে কাস্ট

বিলবোর্ড হট পপ সংস
শীর্ষ ১০
১. চিপ থ্রিলস-সিয়া ফিচারিং শন পল
২. দিস ইজ হোয়াট ইউ কেম ফর-ক্যালভিন হ্যারিস ফিচারিং রিয়ান্না
৩. রাইড-টোয়েন্টি ওয়ান পাইলটস
৪. ডোন্ট লেট মি ডাউন-দ্য চেইনস্মোকারস ফিচারিং ডায়া
৫. ওয়ান্স ড্যান্স-ড্রেক ফিচারিং উইজকিড অ্যান্ড কাইলা
৬. কান্ট স্টপ দ্য ফিলিং!-জাস্টিন টিম্বারলেক
৭. জাস্ট লাইক ফায়ার-পিঙ্ক

৮. সেন্ড মাই লাভ (টু ইউর নিউ লাভার)-অ্যাডেল
৯. ট্রিট ইউ বেটার-শন মেন্ডেস
১০. কোল্ড ওয়াটার–মেজর লেজার ফিচারিং জাস্টিন বিবার ও মো

বিলবোর্ড হট রক সংস
শীর্ষ ৫

১. রাইড-টোয়েন্টি ওয়ান পাইলটস
২. হিথেনস-টোয়েন্টি ওয়ান পাইলটস
৩. স্ট্রেসড আউট-টোয়েন্টি ওয়ান পাইলটস

৪. সাকার ফর পেইন-লিল ওয়েন, উইজ খলিফা অ্যান্ড ইমাজিন ড্রাগনস উইথ লজিক, টাই ডোলা সাইন ফিচারিং এক্স অ্যাম্বাসেডরস
৫. হাইম ফর দ্য উইকেন্ড-কোল্ডপ্লে

বিলবোর্ড টপ রক অ্যালবাম
শীর্ষ ৫
১. ব্লারিফেস-টোয়েন্টি ওয়ান পাইলটস
২. হাইপারক্যাফিয়াম স্পাজিনেট-ডিসেন্ডেন্টস
৩. ক্যালিফোর্নিয়া-ব্লিঙ্ক ১৮২
৪. দ্য গেট অ্যাওয়ে-রেড হট চিলি পেপারস
৫. ইমমর্টালাইজড-ডিস্টার্বড

বিলবোর্ড হার্ডরক অ্যালবাম
শীর্ষ ৫
১. ইমমর্টালাইজড-ডিস্টার্বড
২. আই-জেসন রিচার্ডসন
৩. দ্য নর্থ করিডোর-শেভেল
৪. গট ইউর সিক্স-ফাইভ ফিঙ্গার ডেথ পাঞ্চ
৫. রেট্রোগ্রেড-ক্রাউন দ্য এম্পায়ার

বাংলাদেশ সময় : ১২১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ