ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

দুর্দান্ত জয়ে মিয়ামির সেমিফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
দুর্দান্ত জয়ে মিয়ামির সেমিফাইনালে জোকোভিচ ছবি: সংগৃহীত

ঢাকা: আরও একটি দুর্দান্ত জয় পেলেন নোভাক জোকোভিচ। মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলেন টেনিস বিশ্বের শীর্ষ এই তারকা।

 

শেষ আটের লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের বার্ডিচকে ৬-৩ ও ৬-৩ গেমে হারান সার্বিয়ান তারকা জোকোভিচ। মূলত বুধবারের এ ম্যাচটিতে জোকোভিচের সঙ্গের প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি বার্ডিচ।

শেষ চারে জোকোভিচ লড়বেন বেলজিয়ামের ডেভিড গফিনের বিপক্ষে। গফিন কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের জাইলস সিমনকে ৩-৬, ৬-২ ও ৬-১ গেমে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ