ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

মন্টে কার্লো থেকে জকোভিচের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
মন্টে কার্লো থেকে জকোভিচের বিদায় ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের মন্টে কার্লো রোলেক্স মাস্টার্সের টুর্নামেন্ট থেকে দ্রুতই বিদায় নিলেন নোভাক জকোভিচ। দ্বিতীয় রাউন্ডে ৫৫তম বাছাই জিরি ভ্যাসলির বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে পড়েছেন তিনি।

 

গত তিন বছরে দ্বিতীয় রাউন্ড থেকে এই প্রথমবার বিদায় নিলেন জকোভিচ। এর আগে ২০১৩ সালে মাদ্রিদ মাস্টার্সে বুলগেরিয়ান তারকা গ্রিগর দিমিত্রভের বিপক্ষে হেরেছিলেন তিনি।

দ্বিতীয় রাউন্ডের খেলায় ৬-৪, ২-৬ ও ৬-৪ গেমে হেরেছেন ১১বার গ্রান্ডস্ল্যাম জয়ী জকোভিচ।

গত বছরের নভেম্বরের পর থেকে কোর্টে নামেননি জকোভিচ। চোখের ইনজুরির কারণে বেশ কয়েক মাস বিশ্রামে থাকার পর মন্টে কার্লোতে ফেরেন তিনি। এ বছর প্রতিযোগিতামূলক কোনো টুর্নামেন্টে প্রথম কোর্টে নেমেছিলেন সার্বিয়ান তারকা জকোভিচ।

ম্যাচ হারের পর তিনি জানান, টেনিস অনিশ্চয়তার খেলা। আবারো প্রমাণ হলো এখানে কেউ অপরাজেয় নয়। এই ম্যাচে আমি খুব বেশি ভালো পারফর্ম করতে পারিনি। নিজেকেও আগের ছন্দে ফিরিয়ে আনতে পারিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১৪ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ