ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ক্লে-কোর্টে নাদালের রেকর্ড শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
ক্লে-কোর্টে নাদালের রেকর্ড শিরোপা ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনা ওপেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেই নিশিকোরিকে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল। ক্লে-কোর্টে (লাল মাটির কোর্ট) আর্জেন্টাইন কিংবদন্তি গিলের্মো ভিলাসের ৪৯টি শিরোপা জেতার রেকর্ডে ভাস বসান সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

আগামী মাসে অনুষ্ঠেয় ফ্রেঞ্চ ওপেন সামনে রেখে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে রাখলেন ১৪বারের গ্র্যান্ড স্লাম জয়ী। গত সপ্তাহেই নবম মন্টে কার্লোর শিরোপা উঁচিয়ে ধরেন। এবার জিতলেন বার্সেলোনা ওপেন।

আগের দুই আসরের চ্যাম্পিয়ন জাপানিজ নিশিকোরিকে সরাসরি সেট ৬-৪, ৭-৫ গেমে হারান নাদাল। ক্যারিয়ারের ১০১তম ফাইনালে এসে ৬৯তম শিরোপা হাতে নেন স্প্যানিশ টেনিস তারকা।

ক্লে-কোর্টে নাদাল কতটা অপ্রতিরোধ্য তা তার গ্র্যান্ড স্লামের পরিসংখ্যানেই স্পষ্ট। চারটি গ্র্যান্ড স্লাম ইভেন্টের মধ্যে একমাত্র ফ্রেঞ্চ ওপেনই হয় ক্লে-কোর্টে। যেখানে তিনি রেকর্ড ৯ বার শিরোপা উল্লাসে মাতেন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ