ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ইতালিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ-মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মে ১৫, ২০১৬
ইতালিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ-মারে ছবি:সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জিতে ফাইনাল নিশ্চিত করলেন নোভাক জোকোভিচ। শেষ চারের খেলায় টেনিস বিশ্বের নাম্বার ওয়ান তারকা হারান জাপানের কেই নিশিকোরিকে।

ফাইনালে অ্যান্ডি মারের বিপক্ষে খেলবেন তিনি।

রোমে শনিবার প্রথম সেটটি সার্বিয়ান তারকা জোকোভিচ ২-৬ গেমে হারেন। তবে পরের দুই সেট ৬-৪ ও ৭-৬ (৭-৫) গেমে জয় তুলে নিলে ফাইনাল নিশ্চিত হয়।

এদিকে সেমিফাইনালের আরেক লড়াইয়ে ফ্রান্সের লুকাস পোউইলিকে ৬-২ ও ৬-১ গেমের সরাসরি সেটে হারান বৃটিশ তারকা মারে। ফলে মাদ্রিদ ওপেনের পর টানা দুই মাস্টার্সে ফাইনালে লড়বেন জোকোভিচ ও মারে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ১৫ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ