ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

টেনিস

উইম্বলডনের আগে মারের রেকর্ড শিরোপা উদযাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুন ২০, ২০১৬
উইম্বলডনের আগে মারের রেকর্ড শিরোপা উদযাপন ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হারের দুস্মৃতি ভুলে শিরোপা উদযাপনের মাতলেন অ্যান্ডি মারে। গ্র্যান্ড স্লাম ইভেন্ট উইম্বলডন শুরুর আগে প্রস্তুতিটা দুর্দান্তভাবেই সেরে নিলেন ব্রিটিশ নাম্বার ওয়ান।

অ্যাগন চ্যাম্পিয়নশিপে রেকর্ড পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা।

লন্ডনের কুইন্স ক্লাব কোর্টে প্রথম সেটে সমর্থকদের হতাশই করেন মারে। কানাডিয়ান মিলোস রাওনিকের কাছে ৬-৭ (৫-৭) গেমে হেরে যান। তবে দ্বিতীয় সেটেই (৬-৪) ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরেন। তৃতীয় সেটেও ধারাবাহিকতা বজায় রাখেন। ৬-৩ গেমের সহজ জয়ে শিরোপা নিশ্চিত করেন গ্র্যান্ড স্লাম জয়ী। পুরো ম্যাচের ব্যাপ্তি সোয়া দুই ঘণ্টা।

এর আগে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে রাওনিকের বিপক্ষে পাঁচ সেটের কষ্টার্জিত জয় পেয়েছিলেন মারে। সেবার শিরোপা নির্ধারণী ম্যাচে জোকোভিচের কাছে তার স্বপ্নভঙ্গ হয়েছিল। সম্প্রতি ফ্রেঞ্চ ওপেনেও একই পরিণতির শিকার হন ব্রিটিশ তারকা।

সে যাই হোক, উইম্বলডন শুরুর আগে শিরোপা জয় দিয়েই প্রস্তুতিটা ভালোভাবেই সারলেন মারে। হোক না তা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট! লন্ডনে আগামী ২৭ জুন ১৩০তম উইম্বলডন চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। ২০১৩ আসরে জোকোভিচকে হারিয়ে ঘাসের কোর্টের এই ইভেন্টে একমাত্র শিরোপা জিতেছিলেন মারে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জুন ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ