ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

উইম্বলডনের হতাশা ভুলে জয়ের ধারায় জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
উইম্বলডনের হতাশা ভুলে জয়ের ধারায় জোকোভিচ ছবি: সংগৃহীত

ঢাকা: উইম্বলডন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায়ের দুঃস্বপ্ন ভুলে কোর্টে ফিরেছেন নোভাক জোকোভিচ। তবে রজার্স কাপে ঘাম ঝরানো জয়ই পেয়েছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

অধরা অলিম্পিক (৪ আগস্ট শুরু) শিরোপার লক্ষ্যে এই ইভেন্টে প্রস্তুতি সারছেন সার্বিয়ান টেনিস আইকন।

সরাসরি দ্বিতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করেন জোকোভিচ। কানাডার টরন্টোয় সরাসরি সেটের জয় পেলেও তাকে রীতিমতো কোণঠাসা করে রাখেন লুক্সেমবার্গের গিলের মুলার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই উপভোগ করেন দর্শকরা।

প্রথম সেটে মুলারকে ৭-৫ গেমে হারান জোকোভিচ। পরেরটি তো টাইব্রেকারে নিষ্পত্তি হয়। ৭-৬ (৭-৩) গেমের কষ্টার্জিত জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন তিনি। যেখানে তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ৩৭ বছর বয়সী রাডেক স্টিপানেক।

অন্যদিকে, নারী এককে বারবোরা স্ট্রিকোভাকে ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছেন ভেনাস উইলিয়ামস। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে স্বদেশী ম্যাডিসন কিয়েসের বিপক্ষে নামবেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ