ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

মারের দাপুটে শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
মারের দাপুটে শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: প্রস্তুতি টুর্নামেন্ট সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে হারলেও ইউএস ওপেন পুনরুদ্ধারে অ্যান্ডি মারের শুরুটা হলো দুর্দান্ত। নোভাক জোকোভিচ, রাফায়েল নাদালের পর দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রিও অলিম্পিক জয়ী ব্রিটিশ নাম্বার ওয়ান।

নিউইয়র্কের ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে মারের সামনে দাঁড়াতেই পারেননি চেক প্রজাতন্ত্রের লুকাস রোসল। অবশ্য দ্বিতীয় বিশ্বসেরাকে পাঁচটি গেমে হারান তিনি। সে যাই হোক, সরাসরি সেট ৬-৩, ৬-২, ৬-২ গেমের জয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন মারে।

ফর্মের তুঙ্গে থাকা মারের লক্ষ্য এবার ইউএস ওপেনের শিরোপা ফিরে পাওয়া। এই ইভেন্টে তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ীর একমাত্র সাফল্যটি আসে ২০১২ আসরে। তৃতীয় রাউন্ড নিশ্চিতের ম্যাচে তার প্রতিপক্ষ স্প্যানিশ মার্সেল গ্রানোলার্স। উল্লেখ্য, গত মাসেই ঘরের মাটিতে দ্বিতীয়বারের মতো উইম্বলডন ট্রফি উঁচিয়ে ধরেন ২৯ বছর বয়সী এ টেনিস সেনসেশন।

এদিকে, অপর ম্যাচে স্বদেশী ডিয়েগো স্কোয়ার্টজম্যানকে ৬-৪, ৬-৪, ৭-৬ (৭-৩) হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন অলিম্পিকের ফাইনালিস্ট হুয়ান দেল পোর্তো। পরের রাউন্ডে তিনি যুক্তরাষ্ট্রের স্টিভ জনসনের মুখোমুখি হবেন।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ