ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

তৃতীয় রাউন্ডে নাদাল-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
তৃতীয় রাউন্ডে নাদাল-জোকোভিচ ছবি: সংগৃহীত

ঢাকা: কোর্টে না নেমেই ইউএস ওপেনের শিরোপা ধরে রাখার মিশনে আরেক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ! চেক প্রজাতন্ত্রের জিরি ভেসেলি হাতের ইনজুরিতে নাম প্রত্যাহার করতে বাধ্য হওয়ায় ‘ওয়াকওভার’ পান ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে জোকোভিচ খেলার বাইরে থাকলেও দুর্দান্ত পারফরম্যান্সে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন রাফায়েল নাদাল।

ইতালিয়ান আন্দ্রে সেপ্পিকে সরাসরি সেট ৬-০, ৭-৫, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে পা রাখেন স্প্যানিশ আইকন।

এদিকে, আমেরিকান তরুণ রায়ান হ্যারিসনের কাছে অঘটনের শিকার হয়েছেন র‌্যাংকিংয়ের ছয় নম্বর তারকা কানাডিয়ান মিলোস রাউনিক। প্রথম সেটে ৭-৬ (৭-৪) গেমের কষ্টার্জিত জয়ের পর পরের তিন সেট হেরে আসর থেকে বিদায় নেন উইম্বলডনের রানার্সআপ।

চতুর্থ রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে রাশিয়ান মিখাইল ইউজনির মুখোমুখি হবেন সার্বিয়ান টেনিস সেনসেশন জোকোভিচ। ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদালের প্রতিপক্ষ মিখাইলের স্বদেশী আন্দ্রে কুজনেৎসোভ।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টম্বর ১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ