ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

টেনিস

ডেভিস কাপে হেরে বিশ্রাম চাইলেন মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
ডেভিস কাপে হেরে বিশ্রাম চাইলেন মারে অ্যান্ডি মারে-ছবি:সংগৃহীত

ঢাকা: গ্রেট ব্রিটেনের হয়ে ডেভিস কাপের সেমিফাইনালে সিঙ্গেলস ও ডাবলস দুটিতেই হেরে গেছেন পুরুষ টেনিসের দুই নম্বর তারকা অ্যান্ডি মারে। গত কয়েক মাস ব্যস্ত সময় কাঁটানো স্কটিশ মারে এ হারের পর বিশ্রাম চাইলেন।

শেষ চারের ম্যাচে পুরুষ এককে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোর বিপক্ষে ৬-৪, ৫-৭, ৬-৭, ৬-৩ ও ৬-৪ সেটে হেরে বিদায় নেন। অন্যদিকে ডাবলসে ভাই জ্যামি মারের সঙ্গে জুটি হয়ে সেমিফাইনালে খেলেন মারে। তবে সেখানেও দেল পোত্রো ও লিওনার্দো মায়েরের বিপক্ষে ৬-১, ৩-৬, ৬-৪ ও ৬-৪ সেটে হেরে যান।

২৯ বছর বয়সী মারে চল গ্রীস্মে একনাগাড়ে খেলেছেন। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের পর ক্যারিয়ারের দ্বিতীয় উইম্বল্ডন ওপেন জিতেছেন। পরবর্তীতে রেকর্ড দ্বিতীয়বার অলিম্পিক স্বর্ণ জিতেছেন। কিন্তু সদ্য শেষ হওয়া ইউএস ওপেনে জাপানের কেই নিশিকোরির বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন।

মারে বলেন, ‘গত কয়েক মাস আমি প্রচুর টেনিস খেলেছি। আমার এখন বিশ্রাম দরকার, আর এটি আমার এখনই দরকার। ’

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ