ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

বিশ্বসেরা হওয়ার পর কেরবারের প্রথম হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
বিশ্বসেরা হওয়ার পর কেরবারের প্রথম হার ছবি: সংগৃহীত

ঢাকা: সেরেনা উইলিয়ামসসের শীর্ষস্থান দখলের পর প্রথম হারের স্বাদ পেলেন জার্মান তারকা অ্যাঞ্জেলিক কেরবার। চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার কাছে হেরে চীনের উহান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তিনি।

গত ১২ সেপ্টেম্বর প্রকাশিত র‌্যাংকিংয়ে সেরেনাকে হটিয়ে চূড়ায় ওঠেন ইউএস ওপেন জয়ী কেরবার। ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হিসেবে এবারই প্রথম পরাজয় বরণ করলেন ২৮ বছর বয়সী এ টেনিস সেনসেশন।

কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ম্যাচে কেভিতোভার সঙ্গে দুর্দান্ত লড়াই-ই হয়। প্রথম সেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর টাইব্রেকারে ৭-৬ (১২-১০) গেমে জিতে লিড নেন কেরবার। পরের সেটটি ৭-৫ গেমে জিতে ঘুরে দাঁড়ান কেভিতোভা।

তৃতীয় ও শেষ সেটে ভক্ত-সমর্থকদের হতাশই করেন কেরবার। ৪-৬ গেমে হেরে বিদায় নেন টুর্নামেন্ট থেকে। এদিকে, তৃতীয় রাউন্ডের অপর ম্যাচে রাশিয়ান কুজনেৎসোভার কাছে সমান ৬-২, ৬-২ গেমে হারের লজ্জায় ডোবেন ভেনাস উইলিয়ামস।

সেমি নিশ্চিতের ম্যাচে ব্রিটিশ নাম্বার ওয়ান জোহানা কন্তার বিপক্ষে কোর্টে নামবেন সাবেক দ্বিতীয় বিশ্বসেরা কেভিতোভা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘন্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ