ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

চায়না ওপেনেও বিশ্বসেরার বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
চায়না ওপেনেও বিশ্বসেরার বিদায় ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হওয়ার পর সময়টা ভালো যাচ্ছে না অ্যাঞ্জেলিক কেরবারের। চীনে এসে হতাশাই সঙ্গী হচ্ছে তার।

উহান ওপেনের পর এবার চায়না ওপেনেও তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ২৮ বছর বয়সী এ জার্মান সেনসেশন।

কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ম্যাচে সরাসরি সেটে হারের লজ্জায় ডোবেন কেরবার। বেইজিংয়ের ন্যাশনাল টেনিস সেন্টারে প্রথম সেটেই ৬-৩ গেমের দাপুটে জয় তুলে নেন ইউক্রেন তরুণী ইলিনা ভিতোলিনা।

দ্বিতীয় সেটে অবশ্য দু’জনের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা। কিন্তু শেষ রক্ষা হয়নি কেরবারের। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে ব্যর্থতার পরিচয় দেন দু’বারের গ্র্যান্ড স্লাম জয়ী। ৭-৫ গেমে হেরে বিদায় নেন টুর্নামেন্ট থেকে। সেমি নিশ্চিতের ম্যাচে অস্ট্রেলিয়ান ডারিয়া গাভ্রিলোভার বিপক্ষে কোর্টে নামবেন ২২ বছর বয়সী ভিতোলিনা।

এর আগে স্বাগতিক দেশের পেং শুয়াইয়ের কাছে হেরে (৭-৫, ৬-১) প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন মার্কিন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস। উল্লেখ্য, কাঁধের ইনজুরিতে উহান ও চায়না ওপেন দু’টি ইভেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নেন সেরেনা উইলিয়ামস।

গত ১২ সেপ্টেম্বর প্রকাশিত র‌্যাংকিংয়ে সেরেনাকে হটিয়ে চূড়ায় ওঠেন ইউএস ওপেন জয়ী কেরবার। বিশ্বসেরার আসনে বসার পর এ নিয়ে দ্বিতীয় পরাজয় বরণ করলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
এমআরএম

আরও পড়ুন...
** বিশ্বসেরা হওয়ার পর কেরবারের প্রথম হার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ