ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

জয়ে শুরু মারে-জোকোভিচের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
জয়ে শুরু মারে-জোকোভিচের ছবি: সংগৃহীত

ঢাকা: নোভাক জোকোভিচের শীর্ষস্থান দখলের টুর্নামেন্টে শুরুতেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন অ্যান্ডি মারে। স্প্যানিশ ফার্নান্দো ভার্ডাস্কোর বিপক্ষে তিন সেটের কষ্টার্জিত জয়ে বিএনপি পারিবাস মাস্টার্সের (প্যারিস মাস্টার্স) তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ব্রিটিশ সেনসেশন।

তার আগে প্যারিসে সরাসরি সেটের জয়ে প্রত্যাশিত সূচনা করেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জোকোভিচ। সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমে লুক্সেমবার্গের গিলেস মুলারকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন সার্বিয়ান টেনিস আইকন। জোকোভিচের সামনে এই ইভেন্টে টানা চারবার শিরোপা জয়ের হাতছানি!

মারেকে ঘাম ঝরানো জয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করতে হয়। প্রথম সেটটি ৬-৩ গেমে জিতে নেন। কিন্তু হাড্ডাহড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় সেটটি নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ৭-৬ (৭-৫) গেমে সমতায় ফেরেন ভার্ডাস্কো। তৃতীয় সেটেও ছেড়ে কথা বলেননি তিনি। ৭-৫ গেমের ফলাফলে স্বস্তির নিঃশ্বাসই ফেলেন মারে।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে ফ্রেঞ্চ তরুণ লুকাস পাউলির মুখোমুখি হবেন রিও অলিম্পিক হিরো মারে। ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচের প্রতিপক্ষ বুলগেরিয়ান গ্রিগর দিমিত্রভ।

প্রসঙ্গত, এবারের আসরে জোকোভিচ ফাইনালের আগে বিদায় নিলেই কেবল ব্রিটিশ তারকার র‌্যাংকিংয়ের চূড়ায় ওঠার সুযোগ থাকবে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই। আর জোকোভিচ যদি সেমির আগে বাদ পড়েন তবে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখলেই অধরা স্বপ্ন পূরণ হবে মারের।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
এমআরএম

আরও পড়ুন... মারের সঙ্গে লড়াইয়ে নামতে প্রস্তুত জোকোভিচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ