ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

কাতার ওপেনের কোয়ার্টারে মারে-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
কাতার ওপেনের কোয়ার্টারে মারে-জোকোভিচ নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে/ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুটা দুর্দান্তই কাটছে টেনিসের দুই তারকা অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচের। কাতার ওপেন দিয়ে এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) ওয়ার্ল্ড ট্যুরের ২০১৭ মৌসুম শুরু করেছেন। টানা দুই ম্যাচ জিতে দু’জনই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।

সরাসরি সেটে জিতলেও অস্ট্রিয়ান জেরাল্ড মেলজারের বিপক্ষে মারের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা। ঘাম ঝরানো কষ্টার্জিত জয়ই পান ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

টাইব্রেকারে গড়ানো প্রথমটি সেটটি ৭-৬ (৮-৬) গেমে নিষ্পত্তি হয়। দ্বিতীয় সেটে ৭-৫ গেমের জয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলেন ব্রিটিশ সেনসেশন। পুরো ম্যাচে ব্যাপ্তি ২ ঘণ্টা ২৩ মিনিট।

দ্বিতীয় রাউন্ডের অপর ম্যাচে অনায়াসেই জয় তুলে নেন সার্বিয়ান আইকন নোভাক জোকোভিচ। আর্জেন্টাইন হোরাসিও জেবালসকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

সেমিতে ওঠার লড়াইয়ে মারের প্রতিপক্ষ স্পেনের নিকোলাস আলমাগ্রো। চেক প্রজাতন্ত্রের রাডেক স্টিপানেকের মুখোমুখি হবেন জোকোভিচ।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ৫ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ