ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

প্রতিদ্বন্দ্বী মারেকে হারিয়ে শিরোপা জোকোভিচের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
প্রতিদ্বন্দ্বী মারেকে হারিয়ে শিরোপা জোকোভিচের শিরোপা জোকোভিচের-ছবি:সংগৃহীত

পুরুষ টেনিসে অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচের মধ্যে লড়াইটাই এখন সবচেয়ে জমজমাট। আর শীর্ষ তারকা মারেকে কাতার ওপেন ফাইনালে হারিয়ে এ লড়াই আরও উত্তেজনায় নিয়ে গেলেন সার্বিয়ান তারকা জোকোভিচ।

ফাইনালের লড়াইয়ে তিন সেট পর্যন্ত খেলা গড়ায়। যেখানে প্রথম সেট দুই নম্বর তারকা জোকোভিচ ৬-৩ গেমের সহজ জয় পায়।

তবে দ্বিতীয় সেটে মারে ৫-৭ গেমে জিতে খেলা জমিয়ে তোলেন। কিন্তু শেষ সেটে আর পেরে ওঠেননি মারে। জোকোভিচের কাছে ৬-৪ গেমে হেরে বসেন।

গত ২৮টি ম্যাচে অপরাজিত থাকার পর প্রথমবার হারের মুখ দেখলেন মারে। আর বছরের প্রথম টুর্নামেন্টের শিরোপাও খোয়াতে হলো তাকে। সেই সঙ্গে আসছে অস্ট্রেলিয়ান ওপেনে বাজে ইঙ্গিতই দিল মারেকে। কিন্তু সময় কিছুটা খারাপা যাওয়া জোকোভিচের জন্য আত্মবিশ্বাস ফেরানো জয় ছিল এটি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ০৮ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ