ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

টেনিস

ভেনাসের পর তৃতীয় রাউন্ডে কেরবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
ভেনাসের পর তৃতীয় রাউন্ডে কেরবার ভেনাস উইলিয়ামস ও অ্যাঞ্জেলিক কেরবার/ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড ‍নিশ্চিত করে ২৯তম জন্মদিন উদযাপন করলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যাঞ্জেলিক কেরবার। কিন্তু টানা দু’টি রাউন্ডেই তিন সেটের জয় চিন্তার ভাঁজ ফেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের কপালে! কেরবারের আগে দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন সাবেক বিশ্বসেরা ভেনাস উইলিয়ামস।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় স্বদেশী তরুণী কারিনা উইটথফটের মুখোমুখি হন কেববার। প্রথম সেটটি ৬-২ গেমে জিতে লিড নেন।

কিন্তু, দ্বিতীয় সেটে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হয়। যেটির নিষ্পতি হয় টাইব্রেকারে। ৬-৭ (৩-৭) গেমে হেরে যান কেরবার।

তৃতীয় সেটে আর প্রতিপক্ষকে সুযোগ দেননি। প্রথম সেটেরই পুনরাবৃত্তি টানেন। সমর্থক শিবিরে ফেরে স্বস্তি। ৬-২ গেমের জয়ে কোর্ট ছাড়েন ২৯-এ পা রাখা এ টেনিস তারকা। পুরো ম্যাচের ব্যাপ্তি ২ ঘণ্টা ৮ মিনিট।

দ্বিতীয় রাউন্ডের অপর ম্যাচটি মাত্র ৮৩ মিনিটে শেষ করেন ৩৬ বছর বয়সী ভেনাস। সুইজারল্যান্ডের স্টেফানি ভোগেলের বিপক্ষে সরাসরি সেট ৬-৩, ৬-২ গেমের ফলাফলে প্রত্যাশিত জয় তুলে নেন উইলিয়ামস পরিবারের বড় কন্যা।

চতুর্থ রাউন্ড নির্ধারণীতে চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা প্লিসকোভার মুখোমুখি হবেন কেরবার। আর সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী ভেনাসের সামনে চাইনিজ ডুয়ান ইঙ্গইং। যুক্তরাষ্ট্রের ভারভারা লেপচেনকোকে ৬-১, ৩-৬, ৭-৬ (১০-৮) গেমে ডুয়ান ও রোমানিয়ার ইরিনা কামেলিয়াকে ৬-৪, ৭-৬ (১০-৮) গেমে পরাজিত করেন প্লিসকোভা।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ