ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

এবার অঘটনের শিকার শীর্ষ তারকা মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এবার অঘটনের শিকার শীর্ষ তারকা মারে অ্যান্ডি মারে-ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে এবারের আসরে শীর্ষ তারকারা একের পর এক অঘটনের শিকার হচ্ছেন। দুই নম্বর তারকা নোভাক জোকোভিচের পর এবার শীর্ষ বাছাই অ্যান্ডি মারেরও বিদায় ঘটলো। মিসচা জেভরেভের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হেরে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম থেকে ছিটকে গেলেন ব্রিটিশ এ তারকা।

মেলবোর্ন পার্কের হাইসেন্স অ্যারেনায় ৫০তম বাছাই জেভরেভের বিপক্ষে চার সেটের লড়াইয়ে হেরে যান মারে। এদিন প্রথম সেটে ৭-৫ ব্যবধানে হেরেও দ্বিতীয় সেটে সমান ৫-৭ গেমে জিতে নেন তিনটি গ্র্যান্ডস্ল্যামের মালিক মারে।

তবে তৃতীয় ও চতুর্থ সেট যথাক্রমে ৬-২ ও ৬-৪ গেমে হেরে এক রকম লজ্জার পরাজয় নিয়েই মাঠ ছাড়েন তিনি।

এর আগে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে পাঁচবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন তকমা পাননি মারে। সবশেষ গতবার জোকোভিচের কাছে স্বপ্নভঙ্গ হয় তার।  

অ্যান্ডি মারে-ছবি:সংগৃহীতপ্রসঙ্গত, পাঁচ সেটের শ্বাসরুদ্ধকর ম্যাচে র‌্যাংকিংয়ের ১১৭ নম্বরের অখ্যাত খেলোয়াড় উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনের কাছে হেরে অঘটনের শিকার হয়েছিলেন জোকোভিচ।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ