ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

নাদালকে বিদায় করে কোয়ার্টারে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
নাদালকে বিদায় করে কোয়ার্টারে ফেদেরার ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) শিরোপার পথে আরও একধাপ এগিয়েছেন রজার ফেদেরার। দুর্দান্ত জয়ে টুর্নামেন্ট শুরু করা রজার ফেদেরার শেষ ষোলোতে হারিয়েছেন রাফায়েল নাদালকে।

ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেনে সুইস কিংবদন্তি ফেদেরারের সামনে দাঁড়াতেই পারেননি স্প্যানিশ তারকা নাদাল। ৬-২, ৬-৩ গেমের জয় তুলে নেন ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

এর আগে শেষ ৩২ এর ম্যাচে স্টিভ জনসনকে ৭-৬, ৭-৬ গেমে হারিয়ে শেষ ষোলোতে নাম লেখান বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতা ফেদেরার। সেবার ফাইনালের মঞ্চে তিনি হারান এই নাদালকেই।

কোয়ার্টার ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ হিসেবে থাকছেন ২১ বছর বয়সী অস্ট্রেলিয়ার তরুণ তারকা নিক কিরগিওস।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ