ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

সেরেনাকে হটিয়ে ফের শীর্ষে কেরবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
সেরেনাকে হটিয়ে ফের শীর্ষে কেরবার অ্যাঞ্জেলিক কেরবার-ছবি:সংগৃহীত

সেরেনা উইলিয়ামসকে পেছনে ফেলে নারী টেনিসের এককে ফের শীর্ষে জায়গা করে নিলেন অ্যাঞ্জেলিক কেরবার। সোমবার ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্ট শেষে প্রকাশিত র‌্যাংকিংয়ে সবার ওপরে জায়গা করে নেন এই জার্মান তারকা।

এর আগে গত ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার শীর্ষস্থান দখল করেছিলেন কেরবার। সেবারও তিনি যুক্তরাষ্ট্রের তারকা সেরেনাকে হটিয়ে সেরা হন।

গত জানুয়ারিতে ক্যারিয়ারের রেকর্ড ২৩তম গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন সেরেনা। আর এই শিরোপা জয়ের ফলে কেরবার দ্বিতীয়স্থানে নেমে যান। শীর্ষে উঠে আসেন সেরেনা। কিন্তু ইনজুরির কারণে তারপর থেকে কোর্টে আর নামেননি তিনি। ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টও তার খেলা হয়নি।

কেরবার অবশ্য এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি। এবারের শিরোপা জয়ী এলেনা ভেসনিনার কাছে ফাইনালের আগেই তিনি বিদায় নেন। তবে খেলার মধ্যেই থাকায় পুরস্কার পেলেন তিনি। আর এবার শীর্ষে ওঠায় অন্তত ২২ সপ্তাহ একই অবস্থানে থাকবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ