ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

মিয়ামি ওপেনে ছিটকে গেছেন মারে-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
মিয়ামি ওপেনে ছিটকে গেছেন মারে-জোকোভিচ অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচ/ছবি: সংগৃহীত

মিয়ামি ওপেনে খেলা হচ্ছে না অ্যান্ডি মারে ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের। দু’জনই কনুই ইনজুরিতে ভুগছেন। এরই মধ্যে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দুই টেনিস আইকন।

ওয়ার্ল্ড নাম্বার ওয়ান মারে ও  সাবেক বিশ্বসেরা জোকোভিচের অনুপস্থিতিতে এবারের আসর রঙ হারাবে। দু’জনের পরিবর্তে দুই তরুণ খেলার সুযোগ পেয়েছেন।

যথাক্রমে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ ও ব্রাজিলিয়ান থিয়াগো মন্তেইরো।

শিরোপা দৌড়ে তাই ফেভারিট রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। ক’দিন আগেই স্বদেশী তারকা স্ট্যান ওয়ারিঙ্কাকে হারিয়ে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) শিরোপা জিতেছেন সুইস কিংবদন্তি। ফেদেরারের কাছে হেরে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেন স্প্যানিশ সেনসেশন নাদাল।

অন্যদিকে, ইন্ডিয়ান ওয়েলসে নিজের প্রথম ম্যাচেই অঘটের শিকার হন মারে। নাদালের মতোই চতুর্থ রাউন্ডে বাদ পড়েন সার্বিয়ান সুপারস্টার জোকোভিচ। এবার ইনজুরির কারণে নতুন টুর্নামেন্টে মারে-জোকোভিচকে দর্শক ভূমিকায় থাকতে হচ্ছে!

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ