ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

নাদালের ঘুরে দাঁড়ানো জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
নাদালের ঘুরে দাঁড়ানো জয় রাফায়েল নাদাল/ছবি: সংগৃহীত

প্রথম সেটেই ৬-০ গেমে হেরে ভক্ত-সমর্থকদের কপালে চিন্তার ভাঁজই ফেলে দিয়েছিলেন! সেখান থেকেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে অঘটনের শঙ্কা দূর করেন রাফায়েল নাদাল। মিয়ামি ওপেনের তৃতীয় রাউন্ডে এমনই পরিস্থিতির সম্মুখীন হন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

ফ্লোরিডায় দর্শকদের অবাক করে নাদালকে প্রথম সেটে স্রেফ উড়িয়ে দেন বেলজিয়ান ফিলিপ কোলসক্রেইবার। ৬-০ গেমে হার, অবিশ্বাস্যই বলা চলে! এরপরই যেন টনক নড়ে স্প্যানিশ আইকনের।

ফেরেন স্বরূপে। ৬-২, ৬-৩ গেমে জিতে নিশ্চিত করেন চতুর্থ রাউন্ড।

...কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে ফ্রান্সের নিকোলাস মাহুতের মুখোমুখি হবেন নাদাল। এদিকে, শিরোপা মিশনে জয়ে শুরু করেছেন গত সপ্তাহেই ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স (বিএনপি পারিবাস ওপেন) জয়ী রজার ফেদেরার।

...সরাসরি দ্বিতীয় রাউন্ডে নেমে আমেরিকান তরুণ ফ্রান্সেস তাইফোকে ৭-৬ (৭-২), ৬-৩ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন সুইস কিংবদন্তি। প্রথম সেটটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যা টাইব্রেকারে গিয়ে নিষ্পত্তি হয়। তৃতীয় রাউন্ডে ফেদেরারের সামনে আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন দেল পেত্রো।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ