ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

চতুর্থ রাউন্ডে ভেনাস-কেরবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
চতুর্থ রাউন্ডে ভেনাস-কেরবার ভেনাস উইলিয়ামস ও অ্যাঞ্জেলিক কেরবার/ছবি: সংগৃহীত

মিয়ামি ওপেনের নারী এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ভেনাস উইলিয়ামস ও অ্যাঞ্জেলিক কেরবার। দু’জনই সরাসরি সেটের জয় নিয়ে কোর্ট ছাড়েন। বলা বাহুল্য, গত সপ্তাহেই ভেনাসের ছোট বোন সেরেনা উইলিয়ামসকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেন জার্মান সেনসেশন কেরবার।

ভেনাসের সামনে দাঁড়াতেই পারেননি রোমানিয়ান তরুণী প্যাট্রিসিয়া মারিয়া টিগ। প্রথম সেটে তিনটি গেম জিতলেও দ্বিতীয় সেটে একটুও প্রতিরোধ গড়তে পারেননি।

৬-৩, ৬-০ গেমের সহজ জয়ে চতুর্থ রাউন্ডে পা রাখেন মার্কিন টেনিস আইকন।

কেরবারের জয়টি ছিল খানিকটা কষ্টার্জিত। ভেনাসের স্বদেশী শেলভি রজার্সের কাছে হার মানেন ৯টি গেমে। ৬-৪, ৭-৫ গেমের ফলাফলে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন দু’বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে জাপানি তরুণী রিসা ওজাকির মুখোমুখি হবেন কেরবার। ভেনাসের প্রতিপক্ষ রাশিয়ান ভেতলানা কুজনেৎসোভা।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ