ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

মন্টে কার্লোতে অঘটনের শিকার মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
মন্টে কার্লোতে অঘটনের শিকার মারে মন্টে কার্লোতে অঘটনের শিকার অ্যান্ডি মারে/ছবি: সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিতে বড় এক ধাক্কাই খেলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে! মন্টে কার্লো মাস্টার্সের তৃতীয় রাউন্ডে অঘটনের শিকার হয়েছেন ব্রিটিশ টেনিস আইকন। এগিয়ে থেকেও হারের লজ্জায় ডোবেন।

ইনজুরি কাটিয়ে এক মাসের অধিক সময় পর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ফেরার দ্বিতীয় ম্যাচেই ধরাশায়ী মারে। এই ইভেন্টের তার প্রথম শিরোপার অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হলো।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মারের শুরুটা হয় দুর্দান্ত। স্প্যানিশ আলবার্ট রামোস ভিনোলাসের বিপক্ষে প্রথম সেটে ৬-২ গেমের দাপুটে জয়ে লিড নেন। কিন্তু, দ্বিতীয় সেটে একই ব্যবধানে হেরে সমর্থককের কপালে চিন্তার ভাঁজই ফেলে দেন।

...ম্যাচ নির্ধারণী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। ৭-৫ গেমে হেরে একরাশ হতাশা নিয়ে কোর্ট ছাড়েন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

এর আগে শীর্ষ আট বাছাই খেলোয়াড় হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলেন মারে। লুক্সেমবার্গের গিলেস মুলারের বিপক্ষে সরাসরি সেটে (৭-৫, ৭-৫) জিতলেও ঘাম ঝরাতে হয়েছিল। এটি ছিল গত বছরের ফ্রেঞ্চ ওপেন ফাইনালের পর তার প্রথম ক্লে-কোর্ট (লাল মাটির কোর্ট) ম্যাচ।

আগামী মাসের শেষদিকে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের ১১৬তম আসরের পর্দা উঠবে। মর্যাদাপূর্ণ চারটি গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার মধ্যে একমাত্র ফ্রেঞ্চ ওপেনের সারপেস ক্লে-কোর্ট। ক্যারিয়ারের অধরা এ শিরোপার লক্ষ্যে মন্টে কার্লোতে প্রস্তুতির মোক্ষম সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন মারে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ