ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

কোয়ার্টারে নাদাল-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
কোয়ার্টারে নাদাল-জোকোভিচ রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ/ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে অঘটনের শিকার হলেও শিরোপা রেসে আরেক ধাপ এগিয়ে গেছেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। দু’জনই মন্টে কার্লো মাস্টার্স টেনিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। কোনো অঘটন না ঘটলে সেমিতে দু’জনের দেখা হবে।

দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করেন নাদাল। স্প্যানিশ আইকনের সামনে দাঁড়াতেই পারেননি উঠতি জার্মান খেলোয়াড় আলেক্সান্ডার জেরেভ।

দুই সেটেই ৬-১, ৬-১ গেমের উড়ন্ত জয় নিয়ে শেষ আটে পা রাখেন ‘ক্লে-কোর্টের (লাল মাটির কোর্ট) রাজা’।  মন্টে কার্লোতে অঘটনের শিকার মারে

ইনজুরি কাটিয়ে ফেরা জোকোভিচ তিন সেটের ঘাম ঝরানো জয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন। স্পেনের পাবলো ক্যারেনো ‍বুস্তার বিপক্ষে ৬-২, ৪-৬, ৬-৪ গেমের ফলাফলে স্বস্তির নিঃশ্বাস ফেলে কোর্ট ছাড়েন সার্বিয়ান সেনসেশন।

সেমি নিশ্চিতের ম্যাচে আর্জেন্টাইন দিয়েগো শোয়ার্টজম্যানের মুখোমুখি হবেন নাদাল। জোকোভিচের প্রতিপক্ষ বেলজিয়ান তারকা ডেভিড গোফিন।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ