ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

কষ্টার্জিত জয় পেলেন জোকোভিচ-নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, মে ১১, ২০১৭
কষ্টার্জিত জয় পেলেন জোকোভিচ-নাদাল কষ্টার্জিত জয় পেলেন জোকোভিচ-নাদাল-ছবি:সংগৃহীত

মাদ্রিদ ওপেনের ভিন্ন ম্যাচে জয় তুলে নিয়েছেন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। তবে দুই তারকাকেই জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। জয়ের ফলে আসরটির তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন দুই তারকা।

টেনিসের দুই নম্বর তারকা জোকোভিচ খেলতে নামেন নিকোলাস আলমাগ্রোর বিপক্ষে। যে কিনা প্রথমবার এই আসরে খেলছেন।

তবে প্রথম সেট সার্বিয়ান তারকা ৬-১ ব্যবধানে জিতে নিলেও পরের সেটে ৪-৬ গেমে হেরে যান। আর তৃতীয় ও শেষ সেটে লড়াই করে ৭-৫ ব্যবধানে জিতে পরের রাউন্ড নিশ্চিত করেন।

এদিকে অন্য ম্যাচে ফ্যাবিও ফোগিনির বিপক্ষে কোর্টে নামেন সাবেক নাম্বার ওয়ান নাদাল। তবে পুরো ম্যাচেই নাজেহাল হন ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। শেষ পর্যন্ত ৭-৬, ৩-৬ ও ৬-৪ গেমে জিতে নেন তিনি। তৃতীয় রাউন্ডে নিক কারগিওসের বিপক্ষে মাঠে নামবেন নাদাল।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ১১ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ