ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ নোভাক জোকোভিচ/ছবি: সংগৃহীত

প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বীর ইনজুরিতে পূর্ণাঙ্গ ম্যাচ খেলা হয়নি। দ্বিতীয় রাউন্ডে ভালোভাবে নিজেকে ঝালিয়ে নিয়েছেন নোভাক জোকোভিচ। দাপুটে জয়ে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

অনায়াসেই ম্যাচ শেষ করেন সুইস টেনিস আইকন। র‌্যাংকিংয়ের ১৩৬ নম্বর খেলোয়াড় চেক প্রজাতন্ত্রের তরুণ অ্যাডাম পাভলাসেকের বিপক্ষে সরাসরি সেট ৬-২, ৬-২, ৬-১ গেমে জিততে সময় নেন ৯৩ মিনিট।

চতুর্থ রাউন্ড নিশ্চিতের ম্যাচে লাৎভিয়ার আর্নেস্টস গুলবিসের মুখোমুখি হবেন জোকোভিচ। র‌্যাংকিংয়ের তার অবস্থান ৫৮৯! যার কাছে সরাসরি সেট ৬-৪, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে হেরে অঘটনের শিকার হয়েছেন আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন দেল পোত্রো। এক সময় সেরা দশে থাকা গুলবিস যেন নিজের উত্থানের জানান দিচ্ছেন।

এর আগে প্রথম রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন স্লোভাকিয়ার মার্টিন ক্লিজান। প্রথম সেটে ৬-৩ গেমের জয় পান ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। দ্বিতীয় সেট চলাকালীন পায়ের ইনজুরি আক্রান্ত হয়ে অবসর নেওয়ার আগে ০-২ গেমে পিছিয়ে ছিলেন ক্লিজান।  

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, ৬ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ